০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নতুন কোম্পানি এলেই পতন দেখে পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪৩০৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

নতুন কোম্পানির শেয়ার কিনলেই দ্বিগুণ লাভ- এমন একটা চিত্র দাঁড় করিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের ২-৫ দিন হাতে থাকা পুরাতন কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।  সূত্র: ঢাকা পোস্ট

আর সেই শেয়ার বিক্রির চাপে দরপতন হচ্ছে। এরপর নতুন কোম্পানির তালিভুক্তির দিন কিংবা তার পর দিন থেকে আবারও পুঁজিবাজারে উত্থান হচ্ছে, সূচকও বাড়ছে। শেয়ার বাজার পর্যবেক্ষণে এমন চিত্রই ফুটে উঠেছে।  

সর্বশেষ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ই-জেনারেশন লিমিটেড। প্রযুক্তিখাতের এই কোম্পানিকে কেন্দ্র করে টানা পাঁচদিন দরপতন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এখন পুঁজিবাজার ঘুরে দাঁড়োনোর পালা।

দেখা গেছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সময়ে বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইস পদ্ধতিতে মোট ১০ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের ২-৫ দিন পর্যন্ত দরপতন হয়েছে। আর তালিকাভুক্তির দিন অথবা তারপর দিন থেকে আবারও পুঁজিবাজারে উত্থান হচ্ছে। সূচক লেনদেন ও বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। লেনদেনের প্রথমদিনগুলোতে এই কোম্পানির শেয়ারগুলোতে ক্রেতার পরিমাণ এতো বেশি থাকে, যে বিক্রেতার অভাবে হল্টেড হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্সে টিমও বিষয়টি স্বীকার করেছেন।

কোম্পানিগুলোর মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানি হলো- মীর আক্তার হোসেন লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম লিমিটেড।

আর ফিক্সডপ্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে- তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ডমিনেজ স্টিল সিস্টেমস লিমিটেড।

গত একবছর ধরে আইপিওতে যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ঠিক তার আগের কয়েকদিন দরতপন হচ্ছে বলে স্বীকার করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি কিছু ব্যক্তি বিনিয়োগকারী এই কাজটি করছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য হাতে থাকা পুরাতন শেয়ার পরিকল্পনা অনুসারে বিক্রি করে দিচ্ছেন। তাতে বিক্রয়াদেশ বেশি হওয়ায় দরপতন হচ্ছে।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নতুন আইপিওতে আসা কোম্পানিকে কেন্দ্র করে পুঁজিবাজারে উত্থান-পতন হচ্ছে। কখনও এসব কোম্পানির শেয়ার কেনাকে কেন্দ্র করে উত্থান, আবার কখনো বিক্রিকে কেন্দ্র করে দরপতন হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, নতুন কমিশনের নেতৃত্বে সর্বপ্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ২৪ আগস্ট তালিকাভুক্ত হয়। ঠিক তার আগের তিন কার্যদিবস অর্থাৎ ১৯, ২০ এবং ২৩ আগস্ট দরপতন হয়। এই দরপতনের ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চার হাজার ৭৯০ পয়েন্ট থেকে ২৮ পয়েন্ট কমে চার হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। তার পরদিন থেকে আবার পুঁজিবাজারে উত্থান হয়েছে।

প্রায় একমাস পরে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে গতবছরের ২৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হয় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রজ। এই কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার আগের পাঁচদিন দরপতন হয়েছে। তাতে সূচক ৩৮ পয়েন্ট কমেছে। আর তালিকাভুক্তির পর থেকে শেয়ারগুলোর দামও বেড়েছে। আবার পুঁজিবাজারে উত্থানও হয়েছে।

একইভাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২১ ডিসেম্বর তালিকাভুক্ত হওয়ার আগে ১৫ থেকে ২০ ডিসেম্বর টানা ৫ কার্যদিবস দরপতন হয়েছে। এরপর টানা উত্থান হয়েছে। তার দুই মাস আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। এই কোম্পানিটির তালিকাভুক্তির আগের টানা চারদিন দরপতন হয়েছে। এছাড়াও তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন শুরুর আগে দরপতন হয়েছে। লেনদেন শুরুর পর থেকে আবার পুঁজিবাজারে উত্থান হয়েছে।

অন্যদিকে বুক বিল্ডিংয়ে তালিকাভুক্ত হওয়া মীর আক্তার তালিকাভুক্ত হয় গত ২ ফেব্রুয়ারি। তালিকাভুক্তির আগের তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে। লেনদেন শুরুর পর আবার উত্থান হয়েছে।

একইভাবে ১৯ জানুয়ারি এনার্জিপ্যাকের তালিকাভুক্ত হওয়ার আগের দিন দরপতন হয়েছে। আর চলতি বছরের ৬ জানুয়ারি এডিএন টেলিকমের তালিকাভুক্ত হওয়ার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি দরপতন হয়েছে। তবে বিপরীত চিত্র ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেডের সময়।

এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, নতুন কোম্পানির লেনদেন শুরুর আগে পুঁজিবাজারে দরপতন হবে। আর লেনদেন চালু হলেই উত্থান হবে- এমন কোনো নিয়ম নেই। তবু কাকতালীয়ভাবে ঘটনা ঘটে যাচ্ছে। তিনি বলেন, পুঁজিবাজার তার আপন গতি চলবে। এখানে কেউ ম্যানুপুলেশন করতে এলে ধরা পড়বেই।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

নতুন কোম্পানি এলেই পতন দেখে পুঁজিবাজার

আপডেট: ০১:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

নতুন কোম্পানির শেয়ার কিনলেই দ্বিগুণ লাভ- এমন একটা চিত্র দাঁড় করিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের ২-৫ দিন হাতে থাকা পুরাতন কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।  সূত্র: ঢাকা পোস্ট

আর সেই শেয়ার বিক্রির চাপে দরপতন হচ্ছে। এরপর নতুন কোম্পানির তালিভুক্তির দিন কিংবা তার পর দিন থেকে আবারও পুঁজিবাজারে উত্থান হচ্ছে, সূচকও বাড়ছে। শেয়ার বাজার পর্যবেক্ষণে এমন চিত্রই ফুটে উঠেছে।  

সর্বশেষ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ই-জেনারেশন লিমিটেড। প্রযুক্তিখাতের এই কোম্পানিকে কেন্দ্র করে টানা পাঁচদিন দরপতন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এখন পুঁজিবাজার ঘুরে দাঁড়োনোর পালা।

দেখা গেছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সময়ে বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইস পদ্ধতিতে মোট ১০ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগের ২-৫ দিন পর্যন্ত দরপতন হয়েছে। আর তালিকাভুক্তির দিন অথবা তারপর দিন থেকে আবারও পুঁজিবাজারে উত্থান হচ্ছে। সূচক লেনদেন ও বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। লেনদেনের প্রথমদিনগুলোতে এই কোম্পানির শেয়ারগুলোতে ক্রেতার পরিমাণ এতো বেশি থাকে, যে বিক্রেতার অভাবে হল্টেড হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্সে টিমও বিষয়টি স্বীকার করেছেন।

কোম্পানিগুলোর মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানি হলো- মীর আক্তার হোসেন লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম লিমিটেড।

আর ফিক্সডপ্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে- তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ডমিনেজ স্টিল সিস্টেমস লিমিটেড।

গত একবছর ধরে আইপিওতে যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ঠিক তার আগের কয়েকদিন দরতপন হচ্ছে বলে স্বীকার করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি কিছু ব্যক্তি বিনিয়োগকারী এই কাজটি করছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য হাতে থাকা পুরাতন শেয়ার পরিকল্পনা অনুসারে বিক্রি করে দিচ্ছেন। তাতে বিক্রয়াদেশ বেশি হওয়ায় দরপতন হচ্ছে।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নতুন আইপিওতে আসা কোম্পানিকে কেন্দ্র করে পুঁজিবাজারে উত্থান-পতন হচ্ছে। কখনও এসব কোম্পানির শেয়ার কেনাকে কেন্দ্র করে উত্থান, আবার কখনো বিক্রিকে কেন্দ্র করে দরপতন হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, নতুন কমিশনের নেতৃত্বে সর্বপ্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ২৪ আগস্ট তালিকাভুক্ত হয়। ঠিক তার আগের তিন কার্যদিবস অর্থাৎ ১৯, ২০ এবং ২৩ আগস্ট দরপতন হয়। এই দরপতনের ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চার হাজার ৭৯০ পয়েন্ট থেকে ২৮ পয়েন্ট কমে চার হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। তার পরদিন থেকে আবার পুঁজিবাজারে উত্থান হয়েছে।

প্রায় একমাস পরে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে গতবছরের ২৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হয় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রজ। এই কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার আগের পাঁচদিন দরপতন হয়েছে। তাতে সূচক ৩৮ পয়েন্ট কমেছে। আর তালিকাভুক্তির পর থেকে শেয়ারগুলোর দামও বেড়েছে। আবার পুঁজিবাজারে উত্থানও হয়েছে।

একইভাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২১ ডিসেম্বর তালিকাভুক্ত হওয়ার আগে ১৫ থেকে ২০ ডিসেম্বর টানা ৫ কার্যদিবস দরপতন হয়েছে। এরপর টানা উত্থান হয়েছে। তার দুই মাস আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। এই কোম্পানিটির তালিকাভুক্তির আগের টানা চারদিন দরপতন হয়েছে। এছাড়াও তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন শুরুর আগে দরপতন হয়েছে। লেনদেন শুরুর পর থেকে আবার পুঁজিবাজারে উত্থান হয়েছে।

অন্যদিকে বুক বিল্ডিংয়ে তালিকাভুক্ত হওয়া মীর আক্তার তালিকাভুক্ত হয় গত ২ ফেব্রুয়ারি। তালিকাভুক্তির আগের তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে। লেনদেন শুরুর পর আবার উত্থান হয়েছে।

একইভাবে ১৯ জানুয়ারি এনার্জিপ্যাকের তালিকাভুক্ত হওয়ার আগের দিন দরপতন হয়েছে। আর চলতি বছরের ৬ জানুয়ারি এডিএন টেলিকমের তালিকাভুক্ত হওয়ার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি দরপতন হয়েছে। তবে বিপরীত চিত্র ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেডের সময়।

এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, নতুন কোম্পানির লেনদেন শুরুর আগে পুঁজিবাজারে দরপতন হবে। আর লেনদেন চালু হলেই উত্থান হবে- এমন কোনো নিয়ম নেই। তবু কাকতালীয়ভাবে ঘটনা ঘটে যাচ্ছে। তিনি বলেন, পুঁজিবাজার তার আপন গতি চলবে। এখানে কেউ ম্যানুপুলেশন করতে এলে ধরা পড়বেই।

 

আরও পড়ুন: