০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

নাইজেরিয়ায় নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / ৪১৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার প্রাণহানী হয়েছে। গতকাল বুধবার (২৬ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির এনগাস্কি জেলার প্রধান সরকারি কর্মকর্তা আব্দুল্লাহি বুহারি ওয়ারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, বুধবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজার থেকে যাত্রীবাহী ওই নৌকাটি দেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেব্বির দিকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৬০ জনের মতো যাত্রী ছিল বলে জানিয়েছেন বুহারি।

আল জাজিরাকে তিনি বলেন, ‘নৌকাটি ধারণক্ষমতার দ্বিগুনেরও বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছিল। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, নৌকাটির যাত্রী ধারণক্ষমতা ছিল ৮০ জনের মতো।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘এমনিতেই যাত্রীর সংখ্যা ছিল দ্বিগুন, তার ওপর ওই যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্রের কারণে ওজন বাড়ায় এমনিতেই ঝুঁকি বেড়ে গিয়েছিল। আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজে নেমে গেছে, ২২ জন জীবিত ও একজনকে মৃত যাত্রীকে উদ্ধারও করেছে।’

‘কিন্তু নৌকাটির অধিকাংশ যাত্রীর কোনো খোঁজ এখনও মেলেনি। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, অন্তত ১৪০ জন যাত্রী এখনও নিখোঁজ আছেন।’

অতিরিক্ত যাত্রী বহন ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণে নাইজেরিয়ায় নৌকাডুবি প্রায় নিয়মিত একটি দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ঘটনা আরও বেড়ে যায় দেশটিতে। চলতি মাসের প্রথম দিকে নাইজেরিয়ার কেন্দ্রীয় নাইজার প্রদেশে একটি নৌকা ডুবে গিয়েছিল। ওই দুর্ঘটনায় সলিল সমাধি হয়েছিল ৩০ জন যাত্রীর।

পরে সরকারি তদন্তে জানা গেছে, মাঝ নদীতে হঠাৎ নৌকাটির তলদেশ ফেঁসে যাওয়ায় ডুবে গিয়েছিল ওই নৌকা। নৌকাটি ডুবে যাওয়ার সময় সেখানে ছিলেন প্রায় ১০০ যাত্রী।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

নাইজেরিয়ায় নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা

আপডেট: ০২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার প্রাণহানী হয়েছে। গতকাল বুধবার (২৬ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির এনগাস্কি জেলার প্রধান সরকারি কর্মকর্তা আব্দুল্লাহি বুহারি ওয়ারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, বুধবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজার থেকে যাত্রীবাহী ওই নৌকাটি দেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেব্বির দিকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৬০ জনের মতো যাত্রী ছিল বলে জানিয়েছেন বুহারি।

আল জাজিরাকে তিনি বলেন, ‘নৌকাটি ধারণক্ষমতার দ্বিগুনেরও বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছিল। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, নৌকাটির যাত্রী ধারণক্ষমতা ছিল ৮০ জনের মতো।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘এমনিতেই যাত্রীর সংখ্যা ছিল দ্বিগুন, তার ওপর ওই যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্রের কারণে ওজন বাড়ায় এমনিতেই ঝুঁকি বেড়ে গিয়েছিল। আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজে নেমে গেছে, ২২ জন জীবিত ও একজনকে মৃত যাত্রীকে উদ্ধারও করেছে।’

‘কিন্তু নৌকাটির অধিকাংশ যাত্রীর কোনো খোঁজ এখনও মেলেনি। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, অন্তত ১৪০ জন যাত্রী এখনও নিখোঁজ আছেন।’

অতিরিক্ত যাত্রী বহন ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণে নাইজেরিয়ায় নৌকাডুবি প্রায় নিয়মিত একটি দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ঘটনা আরও বেড়ে যায় দেশটিতে। চলতি মাসের প্রথম দিকে নাইজেরিয়ার কেন্দ্রীয় নাইজার প্রদেশে একটি নৌকা ডুবে গিয়েছিল। ওই দুর্ঘটনায় সলিল সমাধি হয়েছিল ৩০ জন যাত্রীর।

পরে সরকারি তদন্তে জানা গেছে, মাঝ নদীতে হঠাৎ নৌকাটির তলদেশ ফেঁসে যাওয়ায় ডুবে গিয়েছিল ওই নৌকা। নৌকাটি ডুবে যাওয়ার সময় সেখানে ছিলেন প্রায় ১০০ যাত্রী।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: