১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

‘নিষেধাজ্ঞার পরও বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে ভারত’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / ৪১১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: গত ১৩ মে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর থেকে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে বলে জানিয়েছেন দেশটির খাদ্য সচিব সুধাংশু পান্ডে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল বুধবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, ‘অনেক দেশ ভারত থেকে গম আমদানির অনুরোধ জানিয়েছে। আমরা সে বিষয় নিয়ে আলাপ করতে চাই না, এটা পররাষ্ট্র নীতির বিষয়।’

তিনি জানান, এই সময়ের মধ্যে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে।

ভারতের খাদ্য ও সরকারি বিতরণ বিভাগের যুগ্মসচিব পার্থ এস দাস গণমাধ্যমকে জানান, ১ এপ্রিল থেকে ২২ জুনের মধ্যে ভারত ২৯ লাখ ৭০ হাজার টন গম ও ২ লাখ ৫৯ হাজার টন আটা রপ্তানি করেছে।

অন্য দেশ থেকে গম আমদানির অনুরোধ অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার জন্য নিযুক্ত কমিটির প্রধান পার্থ এস দাস বলেন, বেশ কয়েকটি দেশ থেকে গম আমদানির অনুরোধ এসেছে। সেগুলো ‘বিবেচনাধীন’ আছে।

অভ্যন্তরীণ বাজারে গমের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে আনতে ভারত গত ১৩ মে থেকে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর ভারত থেকে আটা রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে আটার দাম বেড়েছে। বিষয়টির ওপর ভারত সরকার নজর রাখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

‘নিষেধাজ্ঞার পরও বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে ভারত’

আপডেট: ০১:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: গত ১৩ মে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর থেকে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে বলে জানিয়েছেন দেশটির খাদ্য সচিব সুধাংশু পান্ডে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল বুধবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, ‘অনেক দেশ ভারত থেকে গম আমদানির অনুরোধ জানিয়েছে। আমরা সে বিষয় নিয়ে আলাপ করতে চাই না, এটা পররাষ্ট্র নীতির বিষয়।’

তিনি জানান, এই সময়ের মধ্যে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে।

ভারতের খাদ্য ও সরকারি বিতরণ বিভাগের যুগ্মসচিব পার্থ এস দাস গণমাধ্যমকে জানান, ১ এপ্রিল থেকে ২২ জুনের মধ্যে ভারত ২৯ লাখ ৭০ হাজার টন গম ও ২ লাখ ৫৯ হাজার টন আটা রপ্তানি করেছে।

অন্য দেশ থেকে গম আমদানির অনুরোধ অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার জন্য নিযুক্ত কমিটির প্রধান পার্থ এস দাস বলেন, বেশ কয়েকটি দেশ থেকে গম আমদানির অনুরোধ এসেছে। সেগুলো ‘বিবেচনাধীন’ আছে।

অভ্যন্তরীণ বাজারে গমের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে আনতে ভারত গত ১৩ মে থেকে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর ভারত থেকে আটা রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে আটার দাম বেড়েছে। বিষয়টির ওপর ভারত সরকার নজর রাখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঢাকা/এসএম