০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / ৪৩৩০ বার দেখা হয়েছে

নড়াইলে আরও তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) তাদের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে সাত জন চিকিৎসকসহ নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তোরো জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

নতুন আক্রান্তরা হলেন– নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসক এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এই তিন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। জেলায় এর আগে করোনায় আক্রান্ত হন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক। এ ছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ান ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত নড়াইল সদর উপজেলায় তিন চিকিৎসকসহ চারজন, লোহাগড়া উপজেলায় নয় জনসহ জেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।

লোহাগড়া উপজেলায় করোনা আক্রান্ত এক যুবক বর্তমানে সুস্থ বলে জানান তিনি।

শেয়ার করুন

x
English Version

নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

আপডেট: ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

নড়াইলে আরও তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) তাদের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে সাত জন চিকিৎসকসহ নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তোরো জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

নতুন আক্রান্তরা হলেন– নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসক এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এই তিন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। জেলায় এর আগে করোনায় আক্রান্ত হন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক। এ ছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ান ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত নড়াইল সদর উপজেলায় তিন চিকিৎসকসহ চারজন, লোহাগড়া উপজেলায় নয় জনসহ জেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।

লোহাগড়া উপজেলায় করোনা আক্রান্ত এক যুবক বর্তমানে সুস্থ বলে জানান তিনি।