০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানে লোডশেডিং নিয়ে বিতর্কে গুলিতে নিহত ২

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ৪১২০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানে মসজিদে লোডশেডিং নিয়ে শুরু হওয়া বিতর্কে শুক্রবার (১ জুলাই) গুলিতে দুইজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমের আদিবাসী অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটেছে জানা যায়, প্রথমে বচসা শুরু হলেও পরে গুলি শুরু হলে ২ জন নিহত হন এবং আরও ১১ জন আহত হন। 

এনডিটিভি জানায়, লাক্কি মারওয়াতের ইশাক খেল নামের জায়গায় একদল মুসল্লি শুক্রবার জুমার নামাজের সময় বিতর্কে জড়িয়ে পড়েন।

কিছু সময়ের মধ্যেই বিতর্ক তুমুল মারামারিতে পরিণত হয়। এই ঘটনায় ছয় বছরের এক শিশুও আহত হয়েছেন। পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

পাকিস্তানে বর্তমানে তাপপ্রবাহ চলছে। সে কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি কিনতে কার্যত সংগ্রাম করছে পাকিস্তান সরকার। 

গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই মাসে সমগ্র পাকিস্তান আরও বেশি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে। জিও নিউজের তথ্যমতে, পাক প্রধানমন্ত্রীর ওই হুঁশিয়ারি এখন বাস্তব হতে চলেছে।

পাকিস্তানের মাসিক জ্বালানি তেলের আমদানি জুন মাসে চার বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। দেশটিতে বর্তমানে তাপপ্রবাহ চলছে এবং এই কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত এলএনজি বা গ্যাস নেই। নগদ ডলারের অভাবে গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে সরকার।

এছাড়া জুলাই মাসের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তিতে সম্মত না হওয়ার পর পাকিস্তানে বিদ্যুৎ সংকট ক্রমেই বাড়ছে। মূলত উচ্চ মূল্য এবং কম অংশগ্রহণের কারণে জুলাইয়ের দরপত্র বাতিল করা হয়।

বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে। বেহাল এই অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার কয়েক দফায় পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করেছে।

এছাড়া পাকিস্তানি রুপির দরে একের পর এক পতন ঘটেছে। সম্প্রতি অতীতের সব রেকর্ড ভেঙে খোলাবাজারে পাকিস্তানি ২১২ রুপির বিনিময়ে মিলছে ১ মার্কিন ডলার।
 

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

পাকিস্তানে লোডশেডিং নিয়ে বিতর্কে গুলিতে নিহত ২

আপডেট: ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানে মসজিদে লোডশেডিং নিয়ে শুরু হওয়া বিতর্কে শুক্রবার (১ জুলাই) গুলিতে দুইজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমের আদিবাসী অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটেছে জানা যায়, প্রথমে বচসা শুরু হলেও পরে গুলি শুরু হলে ২ জন নিহত হন এবং আরও ১১ জন আহত হন। 

এনডিটিভি জানায়, লাক্কি মারওয়াতের ইশাক খেল নামের জায়গায় একদল মুসল্লি শুক্রবার জুমার নামাজের সময় বিতর্কে জড়িয়ে পড়েন।

কিছু সময়ের মধ্যেই বিতর্ক তুমুল মারামারিতে পরিণত হয়। এই ঘটনায় ছয় বছরের এক শিশুও আহত হয়েছেন। পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

পাকিস্তানে বর্তমানে তাপপ্রবাহ চলছে। সে কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি কিনতে কার্যত সংগ্রাম করছে পাকিস্তান সরকার। 

গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই মাসে সমগ্র পাকিস্তান আরও বেশি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে। জিও নিউজের তথ্যমতে, পাক প্রধানমন্ত্রীর ওই হুঁশিয়ারি এখন বাস্তব হতে চলেছে।

পাকিস্তানের মাসিক জ্বালানি তেলের আমদানি জুন মাসে চার বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। দেশটিতে বর্তমানে তাপপ্রবাহ চলছে এবং এই কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত এলএনজি বা গ্যাস নেই। নগদ ডলারের অভাবে গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে সরকার।

এছাড়া জুলাই মাসের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তিতে সম্মত না হওয়ার পর পাকিস্তানে বিদ্যুৎ সংকট ক্রমেই বাড়ছে। মূলত উচ্চ মূল্য এবং কম অংশগ্রহণের কারণে জুলাইয়ের দরপত্র বাতিল করা হয়।

বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে। বেহাল এই অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার কয়েক দফায় পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করেছে।

এছাড়া পাকিস্তানি রুপির দরে একের পর এক পতন ঘটেছে। সম্প্রতি অতীতের সব রেকর্ড ভেঙে খোলাবাজারে পাকিস্তানি ২১২ রুপির বিনিময়ে মিলছে ১ মার্কিন ডলার।
 

ঢাকা/এসএম