০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন কমলেও বেড়েছে ব্লকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ৪১৫০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন কমছে। রোববার (২৬ জুন) প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৫৯৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত ১৯ এপ্রিলের পর সর্বনিম্ন। স্বাভাবিক লেনদেন কমলেও ব্লকে শেয়ার কেনাবেচার হার বেড়েছে। চলতি মাসে ব্লকে শেয়ার কেনাবেচা মোট লেনদেনের পৌনে ১১ শতাংশ ছুঁয়েছে, যা স্মরণকালের সর্বোচ্চ।

রোববার (২৬ জুন) পর্যন্ত চলতি জুনে ডিএসইতে এক হাজার ৫৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একই সময়ে এ বাজারের মোট শেয়ার কেনাবেচা হয়েছে ১৪ হাজার ৬৭৭ কোটি টাকা। গত বছরের জুনে ৪৩ হাজার ৫০৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লকে লেনদেন ছিল এক হাজার ৯০০ কোটি টাকার, যা ওই মাসের মোট লেনদেনের ৪ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত মে মাসেও ব্লকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনাবেচা হয়েছে। ওই মাসে ১৪ হাজার ৪৬৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লকে ৮৮৯ কোটি ৭৬ লাখ টাকার, যা মোট লেনদেনের ৬ দশমিক ১৫ শতাংশ।

বাজার-সংশ্নিষ্টরা জানান, প্রতি বছর জুন এলেই ব্লক মার্কেটে শেয়ার লেনদেন বেড়ে যায়। এ বছর মোট লেনদেনের তুলনায় ব্লকে লেনদেনের হার বেশি। সার্বিক নেতিবাচক ধারায় সাধারণ বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার কেনাবেচার পরিমাণ কমে গেলেও ব্লকে যাঁরা কেনাবেচা করেন, তাঁদের লেনদেন কমেনি। তাঁরা বলেন, জুনে হিসাব বছর শেষ হয় এমন মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী কিছু সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রি করে অন্য মিউচুয়াল ফান্ড থেকে কেনে। কাগুজে হিসাবে ফান্ডের নিট মুনাফা বাড়াতে এভাবে প্রফিট রিয়েলাইজ করেছে প্রতিষ্ঠানগুলো। এটা নৈতিকতাবিরুদ্ধ। পাবলিক মার্কেটে ওই শেয়ার বিক্রি করে ভালো দাম পাবে না বা যথেষ্ট ক্রেতা নাও মিলতে পারে- এমন শঙ্কা থেকে নিজেই ক্রেতা ও বিক্রেতা হয়ে শেয়ার কেনাবেচা করছে তারা।

সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির হিসাব বছর শেষ হওয়ায় এ প্রতিষ্ঠানটিও নিট মুনাফা বাড়াতে একই কাজ করেছে। তবে শেয়ার লেনদেন ব্যাপক হারে কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব যাতে তৈরি না হয়, তা ঠেকাতেও কিছু প্রতিষ্ঠান নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করে থাকে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, হিসাব বছরের শেষে এসে কিছু প্রতিষ্ঠান প্রফিট রিয়েলাইজ করতে এভাবে শেয়ার কেনাবেচা করছে। কমিশন এ ধরনের লেনদেনের নোট রাখে। এমন লেনদেনে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন কমলেও বেড়েছে ব্লকে

আপডেট: ১২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন কমছে। রোববার (২৬ জুন) প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৫৯৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত ১৯ এপ্রিলের পর সর্বনিম্ন। স্বাভাবিক লেনদেন কমলেও ব্লকে শেয়ার কেনাবেচার হার বেড়েছে। চলতি মাসে ব্লকে শেয়ার কেনাবেচা মোট লেনদেনের পৌনে ১১ শতাংশ ছুঁয়েছে, যা স্মরণকালের সর্বোচ্চ।

রোববার (২৬ জুন) পর্যন্ত চলতি জুনে ডিএসইতে এক হাজার ৫৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একই সময়ে এ বাজারের মোট শেয়ার কেনাবেচা হয়েছে ১৪ হাজার ৬৭৭ কোটি টাকা। গত বছরের জুনে ৪৩ হাজার ৫০৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লকে লেনদেন ছিল এক হাজার ৯০০ কোটি টাকার, যা ওই মাসের মোট লেনদেনের ৪ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত মে মাসেও ব্লকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনাবেচা হয়েছে। ওই মাসে ১৪ হাজার ৪৬৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লকে ৮৮৯ কোটি ৭৬ লাখ টাকার, যা মোট লেনদেনের ৬ দশমিক ১৫ শতাংশ।

বাজার-সংশ্নিষ্টরা জানান, প্রতি বছর জুন এলেই ব্লক মার্কেটে শেয়ার লেনদেন বেড়ে যায়। এ বছর মোট লেনদেনের তুলনায় ব্লকে লেনদেনের হার বেশি। সার্বিক নেতিবাচক ধারায় সাধারণ বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার কেনাবেচার পরিমাণ কমে গেলেও ব্লকে যাঁরা কেনাবেচা করেন, তাঁদের লেনদেন কমেনি। তাঁরা বলেন, জুনে হিসাব বছর শেষ হয় এমন মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী কিছু সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রি করে অন্য মিউচুয়াল ফান্ড থেকে কেনে। কাগুজে হিসাবে ফান্ডের নিট মুনাফা বাড়াতে এভাবে প্রফিট রিয়েলাইজ করেছে প্রতিষ্ঠানগুলো। এটা নৈতিকতাবিরুদ্ধ। পাবলিক মার্কেটে ওই শেয়ার বিক্রি করে ভালো দাম পাবে না বা যথেষ্ট ক্রেতা নাও মিলতে পারে- এমন শঙ্কা থেকে নিজেই ক্রেতা ও বিক্রেতা হয়ে শেয়ার কেনাবেচা করছে তারা।

সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির হিসাব বছর শেষ হওয়ায় এ প্রতিষ্ঠানটিও নিট মুনাফা বাড়াতে একই কাজ করেছে। তবে শেয়ার লেনদেন ব্যাপক হারে কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব যাতে তৈরি না হয়, তা ঠেকাতেও কিছু প্রতিষ্ঠান নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করে থাকে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, হিসাব বছরের শেষে এসে কিছু প্রতিষ্ঠান প্রফিট রিয়েলাইজ করতে এভাবে শেয়ার কেনাবেচা করছে। কমিশন এ ধরনের লেনদেনের নোট রাখে। এমন লেনদেনে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

ঢাকা/এসএ