০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

‘প্রণোদনার অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের অভিযোগ তদন্ত করা হবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / ৪২১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ যাচাই করা হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী।

প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। যারা টাকা পাঠান এবং যারা এখানে সেই টাকা রিসিভ করেন তারা টাকা হাতে আসলে তা নিজেরাও ব্যয় করতে পারবেন এবং পুঁজিবাজারেও ব্যয় করতে পারবেন। সেখানে পুঁজিবাজারে টাকা গেছে বলে আমরা জানি। প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে তথ্য আমি পাইনি। আমি এখন এটি ভেরিফাই করব। পরবর্তী সভায় জবাব দেবো। আমাকে আগে জানতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রণোদনার প্যাকেজের যেগুলো কোভিড রিলেটেড সেগুলো স্পেসিফাইড করা আছে, কোন খাতে আমরা কত ব্যয় করব। সেই খাত বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। আমরা এ টাকা সরাসরি ট্রান্সফার করেছি। যার জন্য টাকা অনুমোদিত হয়েছে তাকেই পাঠিয়েছি। সুতরাং সেই টাকা রিসিভ করে সে কী করবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের ভেরিফাই করতে হবে। যদিও আমার বিশ্বাস এ ধরনের ঘটনা ঘটেনি। আপনারা জানেন কোন কোন খাতে টাকা দিয়েছি। সেখান থেকে টাকা পুঁজিবাজারে যাওয়ার কথা নয়। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স যেহেতু দিয়েছেন সুতরাং আমাকে এটি আরও ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন করার পর আমি সম্পূর্ণ তথ্য দিতে পারব।’

এর আগে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহায়তা করতে গত বছরে সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে দেওয়া হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। বাকি সুদের টাকা ভর্তুকি দেয় সরকার।

শেয়ার করুন

x
English Version

‘প্রণোদনার অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের অভিযোগ তদন্ত করা হবে’

আপডেট: ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ যাচাই করা হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী।

প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। যারা টাকা পাঠান এবং যারা এখানে সেই টাকা রিসিভ করেন তারা টাকা হাতে আসলে তা নিজেরাও ব্যয় করতে পারবেন এবং পুঁজিবাজারেও ব্যয় করতে পারবেন। সেখানে পুঁজিবাজারে টাকা গেছে বলে আমরা জানি। প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে তথ্য আমি পাইনি। আমি এখন এটি ভেরিফাই করব। পরবর্তী সভায় জবাব দেবো। আমাকে আগে জানতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রণোদনার প্যাকেজের যেগুলো কোভিড রিলেটেড সেগুলো স্পেসিফাইড করা আছে, কোন খাতে আমরা কত ব্যয় করব। সেই খাত বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। আমরা এ টাকা সরাসরি ট্রান্সফার করেছি। যার জন্য টাকা অনুমোদিত হয়েছে তাকেই পাঠিয়েছি। সুতরাং সেই টাকা রিসিভ করে সে কী করবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের ভেরিফাই করতে হবে। যদিও আমার বিশ্বাস এ ধরনের ঘটনা ঘটেনি। আপনারা জানেন কোন কোন খাতে টাকা দিয়েছি। সেখান থেকে টাকা পুঁজিবাজারে যাওয়ার কথা নয়। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স যেহেতু দিয়েছেন সুতরাং আমাকে এটি আরও ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন করার পর আমি সম্পূর্ণ তথ্য দিতে পারব।’

এর আগে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহায়তা করতে গত বছরে সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে দেওয়া হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। বাকি সুদের টাকা ভর্তুকি দেয় সরকার।