০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ফারইস্টের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি তদন্ত: কমিটিতে আপত্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / ৪১১৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তে বিতর্কিতদের নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যে কমিটি গঠন করেছে তা নিয়ে আপত্তি তুলেছেন কোম্পানিটির উদ্যোক্তা ও সাবেক পরিচালক ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি এ সংক্রান্ত আপত্তিপত্র আইডিআরএ চেয়ারম্যান বরাবর পাঠিয়েছেন। যার অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বরাবর পাঠানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি এবং দুর্নীতি দমন কমিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বীমা আইন, ২০১০ এর ৮ ধারা অনুযায়ী ৪ অক্টোবর ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করে আইডিআরএ।

এই কমিটিতে রাখা হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক (উপ-সচিব) লাইফ মো. শাহ্ আলম, পরিচালক (উপ-সচিব) আইন মোহাম্মদ শফিউদ্দীন, অফিসার মো. আবু মাহমুদ এবং জুনিয়র অফিসার মুহাম্মদ শামছুল আলমকে।

কমিটিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান কর্তৃক অবৈধ মানি লন্ডারিং এবং প্রশাসনে দুর্নীতি হয়েছে কি-না তা যাচাই বাছাই করতে বলা হয়েছে। সেই সঙ্গে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কর্তৃক ভূমি ক্রয়-বিক্রয়ে প্রতারণামূলকভাবে বিনিয়োগ দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, কোম্পানির ফিক্সড ডিপোজিট থেকে অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতির মাধ্যমে বিনিয়োগ করে কোম্পানির অর্থ আত্মসাৎ করে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত করে কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন আবু হেনা মোস্তফা কামাল নামের এক ব্যক্তি। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ। তদন্তে ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মেলে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

ফারইস্টের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি তদন্ত: কমিটিতে আপত্তি

আপডেট: ০৭:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তে বিতর্কিতদের নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যে কমিটি গঠন করেছে তা নিয়ে আপত্তি তুলেছেন কোম্পানিটির উদ্যোক্তা ও সাবেক পরিচালক ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি এ সংক্রান্ত আপত্তিপত্র আইডিআরএ চেয়ারম্যান বরাবর পাঠিয়েছেন। যার অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বরাবর পাঠানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি এবং দুর্নীতি দমন কমিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বীমা আইন, ২০১০ এর ৮ ধারা অনুযায়ী ৪ অক্টোবর ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করে আইডিআরএ।

এই কমিটিতে রাখা হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক (উপ-সচিব) লাইফ মো. শাহ্ আলম, পরিচালক (উপ-সচিব) আইন মোহাম্মদ শফিউদ্দীন, অফিসার মো. আবু মাহমুদ এবং জুনিয়র অফিসার মুহাম্মদ শামছুল আলমকে।

কমিটিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান কর্তৃক অবৈধ মানি লন্ডারিং এবং প্রশাসনে দুর্নীতি হয়েছে কি-না তা যাচাই বাছাই করতে বলা হয়েছে। সেই সঙ্গে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কর্তৃক ভূমি ক্রয়-বিক্রয়ে প্রতারণামূলকভাবে বিনিয়োগ দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, কোম্পানির ফিক্সড ডিপোজিট থেকে অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতির মাধ্যমে বিনিয়োগ করে কোম্পানির অর্থ আত্মসাৎ করে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত করে কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন আবু হেনা মোস্তফা কামাল নামের এক ব্যক্তি। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ। তদন্তে ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মেলে।

ঢাকা/এসআর