০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বঙ্গবাজারের আগুনে অসুস্থ ফায়ার সার্ভিসের তিন কর্মী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৪২১১ বার দেখা হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের (দমকল) তিন সদস্যসহ পাঁচজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩)। এ ছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫) এবং দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন জানান, এনেক্স টাওয়ারের চারতলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুজন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরে আঘাত রয়েছে। তবে গুরুতর নয়।

আরও পড়ুন: বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে বিমান ও সেনাবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার। সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ আসেনি। দেখা দিয়েছে পানির সংকট। তাই আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটেও। এরই মধ্যে মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে আগুনে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কি না তা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বঙ্গবাজারের আগুনে অসুস্থ ফায়ার সার্ভিসের তিন কর্মী

আপডেট: ১২:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের (দমকল) তিন সদস্যসহ পাঁচজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩)। এ ছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫) এবং দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন জানান, এনেক্স টাওয়ারের চারতলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুজন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরে আঘাত রয়েছে। তবে গুরুতর নয়।

আরও পড়ুন: বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে বিমান ও সেনাবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার। সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ আসেনি। দেখা দিয়েছে পানির সংকট। তাই আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটেও। এরই মধ্যে মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে আগুনে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কি না তা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।

ঢাকা/এসএ