১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ তিন বছর করার দাবি বিজিএমইএ’র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ৪২৩৮ বার দেখা হয়েছে

তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তৈরি পোশাকশিল্পর সক্ষমতা, প্রবৃদ্ধি বজায় রাখা ও ব্যবসা সহজ করতে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করে বিজিএমইএ। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার কথা ছিল। প্রস্তাবিত বাজেটে তা প্রতিফলিত হয়নি। এ ব্যাপারে সরকারকে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি।

শুক্রবার (২ জুন) বিকেলে বিজিএমইএ কর্তৃক প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিমসহ পোশাক শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পরিবেশবান্ধব শিল্প স্থাপন ও জ্বালানি সাশ্রয়ের জন্য সোলার পিভি সিস্টেমের সব সরঞ্জাম আমদানিতে ১ শতাংশ হারে শূল্ক রেয়াত দেওয়ার জন্য পুনরায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, আমরা কৃতজ্ঞ যে সরকার ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নবায়নের মেযাদ এক বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করেছে। ফলে রপ্তানিকারকদের সময় সাশ্রয় ও ব্যয় কমেছে। আমাদের প্রস্তাব ছিল- বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হোক, যা বাজেটে প্রতিফলিত হয়নি। এ ব্যাপারে সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: ফিনান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ হলে রিজার্ভ বাড়বে: গভর্নর

ফারুক হাসান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা খুবই জরুরি। পোশাকশিল্পের উন্নয়নসাধনের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে দেশের উন্নয়ন করা সম্ভব। চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর ২০২১-২২ অর্থবিছরের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ ধার্য করে আগামী ৫ বছর পর্যন্ত তা কার্যকর করার জন্য পুনরায় সরকারের দৃষ্টি অকর্ষণ করছি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ তিন বছর করার দাবি বিজিএমইএ’র

আপডেট: ১২:১২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তৈরি পোশাকশিল্পর সক্ষমতা, প্রবৃদ্ধি বজায় রাখা ও ব্যবসা সহজ করতে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করে বিজিএমইএ। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার কথা ছিল। প্রস্তাবিত বাজেটে তা প্রতিফলিত হয়নি। এ ব্যাপারে সরকারকে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি।

শুক্রবার (২ জুন) বিকেলে বিজিএমইএ কর্তৃক প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিমসহ পোশাক শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পরিবেশবান্ধব শিল্প স্থাপন ও জ্বালানি সাশ্রয়ের জন্য সোলার পিভি সিস্টেমের সব সরঞ্জাম আমদানিতে ১ শতাংশ হারে শূল্ক রেয়াত দেওয়ার জন্য পুনরায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, আমরা কৃতজ্ঞ যে সরকার ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নবায়নের মেযাদ এক বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করেছে। ফলে রপ্তানিকারকদের সময় সাশ্রয় ও ব্যয় কমেছে। আমাদের প্রস্তাব ছিল- বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হোক, যা বাজেটে প্রতিফলিত হয়নি। এ ব্যাপারে সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: ফিনান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ হলে রিজার্ভ বাড়বে: গভর্নর

ফারুক হাসান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা খুবই জরুরি। পোশাকশিল্পের উন্নয়নসাধনের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে দেশের উন্নয়ন করা সম্ভব। চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর ২০২১-২২ অর্থবিছরের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ ধার্য করে আগামী ৫ বছর পর্যন্ত তা কার্যকর করার জন্য পুনরায় সরকারের দৃষ্টি অকর্ষণ করছি।

ঢাকা/এসএ