১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন বাটলার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪১৯০ বার দেখা হয়েছে

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মিশনটা শুরু হয়েছে বড় পরাজয় দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি হবে জস বাটলারের দল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে আছে বেশ। কেবল আফগানদের বিপক্ষে জয়ের জন্যই নয়, বিশ্বকাপের পরিসংখ্যানও টাইগারদের এগিয়ে রাখছে। কারণ বিশ্ব আসরে দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই যে বাংলাদেশই জিতেছে।

তবে মঙ্গলবার বেলা ১১টায় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। বিশ্বকাপ মঞ্চে হেরে যাওয়ার অতীত থাকলেও টাইগারদের হুমকি মনে করছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। যদিও তিনি মনে করেন, বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, বাংলাদেশকেও ইংল্যান্ড সেভাবেই বিবেচনা করছে।

২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে বাংলাদেশকে হারালেও আগের দুই আসরে টাইগারদের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশ–ইংল্যান্ডের আগামীকালকের ম্যাচকে সামনে রেখে সোমবার (৯ অক্টোবর) ধর্মশালায় গণমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলার সূচি

বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশ ইংল্যান্ডের জন্য হুমকি হতে পারে কি না প্রশ্নে বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন বাটলার

আপডেট: ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মিশনটা শুরু হয়েছে বড় পরাজয় দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি হবে জস বাটলারের দল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে আছে বেশ। কেবল আফগানদের বিপক্ষে জয়ের জন্যই নয়, বিশ্বকাপের পরিসংখ্যানও টাইগারদের এগিয়ে রাখছে। কারণ বিশ্ব আসরে দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই যে বাংলাদেশই জিতেছে।

তবে মঙ্গলবার বেলা ১১টায় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। বিশ্বকাপ মঞ্চে হেরে যাওয়ার অতীত থাকলেও টাইগারদের হুমকি মনে করছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। যদিও তিনি মনে করেন, বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, বাংলাদেশকেও ইংল্যান্ড সেভাবেই বিবেচনা করছে।

২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে বাংলাদেশকে হারালেও আগের দুই আসরে টাইগারদের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশ–ইংল্যান্ডের আগামীকালকের ম্যাচকে সামনে রেখে সোমবার (৯ অক্টোবর) ধর্মশালায় গণমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলার সূচি

বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশ ইংল্যান্ডের জন্য হুমকি হতে পারে কি না প্রশ্নে বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

ঢাকা/এসএম