১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বার্সেলোনা ছেড়েই যাওয়া উচিত মেসির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৭১ বার দেখা হয়েছে

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে ধীরে ধীরে। আসছে জুলাই মাসে যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন বার্সেলোনা কিংবদন্তির উচিত হবে কাতালুনিয়া ছেড়ে যাওয়াই, অভিমত মেসির আর্জেন্টাইন পূর্বসূরি অস্কার রুগেরির।

মেসির বর্তমান চুক্তি অনুসারে প্রতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার সুযোগ ছিল মেসির। গেল মৌসুমে চুক্তির এই ধারাটি মেনেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেওর অধীনে থাকা বার্সেলোনা বোর্ড তাতে বাঁধ দেয়। আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগ থাকলেও মেসি সে পথ মাড়াননি, অনেকটা অনিচ্ছা নিয়েই থেকে গেছেন কাতালুনিয়ায়। 

নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়টির সঙ্গে এমন আচরণ উচিত হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষের, অভিমত সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের। রুগেরির মত, ‘এটা শেষ। তার চলে যাওয়াই উচিত। তার সঙ্গে তারা অনেক কিছুই করেছে, যার ফলে এমন পরিস্থিতি দেখতে হচ্ছে আমাদের।’

শুধু তার অনিচ্ছায় ক্লাবে রেখে দেওয়াই নয়, বার্সেলোনা গেল মৌসুম শেষে বেচে দিয়েছে মেসির সবচেয়ে কাছের বন্ধু লুই সুয়ারেজকেও। সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার যোগ করলেন, ‘তারা সুয়ারেজকে দল থেকে বের করে দিয়েছে। মেসির বন্ধু, পরিবারের অংশ, ব্যাপারগুলো ভুলে গেছে তারা। সুয়ারেজ একজন গোলস্কোরার। আপনি তাকে এভাবে দল থেকে বের করে দিতে পারেন না। সুয়ারেজের মানের খেলোয়াড় বর্তমান ফুটবলে খুব বেশি নেই।’ 

এসব তো আছেই, শেষ কয়েক বছরে ইউরোপেও যেন পুরনো অহমটা খুইয়ে বসেছে বার্সা। সেই ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু। সেবার পিএসজির কাছে ৪-০ হেরেও পরের রাউন্ডে উঠতে পেরেছিল বার্সা, কিন্তু কোয়ার্টার ফাইনালেই জুভেন্তাসের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় দলটি।

এরপর আর্নেস্তো ভালভার্দের অধীনে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোলের অগ্রগামীতা খুইয়ে বিদায় নিয়েছে দলটি। গেল মৌসুমে কোচ কিকে সেতিয়েনের অধীনে তো বায়ার্নের কাছে হারে ৮-২ ব্যবধানেই! চলতি মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে পিএসজির কাছে প্রথম লেগে হেরেছে ৪-১ ব্যবধানে। বার্সেলোনার এই অবস্থাকেও মেসির দল ছাড়ার উপযুক্ত কারণ মনে করেন রুগেরি।

বললেন, ‘মেসির ক্লাব ছেড়ে যাওয়া উচিত। সে এখনও সেরা। কিন্তু বার্সেলোনাকে এখন আর কেউ সমীহ করে চলে না!’

এমন পরিস্থিতিতে মেসি নিজেও আর বার্সেলোনার প্রতি টান অনুভব করেন না, অভিমত রুগেরির। মেসির পূর্বসূরীর ভাষ্য, ‘এখন মেসি অনেক বেশি আর্জেন্টিনায় আসতে চায়, আগে ব্যাপারটা তেমন ছিল না। আগে সে এটা থেকে দূরে পালিয়ে থাকতো। সে বার্সেলোনার জন্য সম্মানটা হারিয়ে ফেলেছে।’

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বার্সেলোনা ছেড়েই যাওয়া উচিত মেসির

আপডেট: ০৩:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে ধীরে ধীরে। আসছে জুলাই মাসে যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন বার্সেলোনা কিংবদন্তির উচিত হবে কাতালুনিয়া ছেড়ে যাওয়াই, অভিমত মেসির আর্জেন্টাইন পূর্বসূরি অস্কার রুগেরির।

মেসির বর্তমান চুক্তি অনুসারে প্রতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার সুযোগ ছিল মেসির। গেল মৌসুমে চুক্তির এই ধারাটি মেনেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেওর অধীনে থাকা বার্সেলোনা বোর্ড তাতে বাঁধ দেয়। আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগ থাকলেও মেসি সে পথ মাড়াননি, অনেকটা অনিচ্ছা নিয়েই থেকে গেছেন কাতালুনিয়ায়। 

নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়টির সঙ্গে এমন আচরণ উচিত হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষের, অভিমত সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের। রুগেরির মত, ‘এটা শেষ। তার চলে যাওয়াই উচিত। তার সঙ্গে তারা অনেক কিছুই করেছে, যার ফলে এমন পরিস্থিতি দেখতে হচ্ছে আমাদের।’

শুধু তার অনিচ্ছায় ক্লাবে রেখে দেওয়াই নয়, বার্সেলোনা গেল মৌসুম শেষে বেচে দিয়েছে মেসির সবচেয়ে কাছের বন্ধু লুই সুয়ারেজকেও। সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার যোগ করলেন, ‘তারা সুয়ারেজকে দল থেকে বের করে দিয়েছে। মেসির বন্ধু, পরিবারের অংশ, ব্যাপারগুলো ভুলে গেছে তারা। সুয়ারেজ একজন গোলস্কোরার। আপনি তাকে এভাবে দল থেকে বের করে দিতে পারেন না। সুয়ারেজের মানের খেলোয়াড় বর্তমান ফুটবলে খুব বেশি নেই।’ 

এসব তো আছেই, শেষ কয়েক বছরে ইউরোপেও যেন পুরনো অহমটা খুইয়ে বসেছে বার্সা। সেই ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু। সেবার পিএসজির কাছে ৪-০ হেরেও পরের রাউন্ডে উঠতে পেরেছিল বার্সা, কিন্তু কোয়ার্টার ফাইনালেই জুভেন্তাসের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় দলটি।

এরপর আর্নেস্তো ভালভার্দের অধীনে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোলের অগ্রগামীতা খুইয়ে বিদায় নিয়েছে দলটি। গেল মৌসুমে কোচ কিকে সেতিয়েনের অধীনে তো বায়ার্নের কাছে হারে ৮-২ ব্যবধানেই! চলতি মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে পিএসজির কাছে প্রথম লেগে হেরেছে ৪-১ ব্যবধানে। বার্সেলোনার এই অবস্থাকেও মেসির দল ছাড়ার উপযুক্ত কারণ মনে করেন রুগেরি।

বললেন, ‘মেসির ক্লাব ছেড়ে যাওয়া উচিত। সে এখনও সেরা। কিন্তু বার্সেলোনাকে এখন আর কেউ সমীহ করে চলে না!’

এমন পরিস্থিতিতে মেসি নিজেও আর বার্সেলোনার প্রতি টান অনুভব করেন না, অভিমত রুগেরির। মেসির পূর্বসূরীর ভাষ্য, ‘এখন মেসি অনেক বেশি আর্জেন্টিনায় আসতে চায়, আগে ব্যাপারটা তেমন ছিল না। আগে সে এটা থেকে দূরে পালিয়ে থাকতো। সে বার্সেলোনার জন্য সম্মানটা হারিয়ে ফেলেছে।’

 

আরও পড়ুন: