বিএসইসির কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি!

- আপডেট: ০১:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮০৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিমের পরিচয় দিয়ে একাধিক বিনিয়োগকারীদের অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে একটি চক্র। বিনিময়ে অগ্রীম দিতে হবে টাকা। তার জন্য আবার দেয়া হয়েছে একটি বিকাশ নম্বরও।
তবে বিএসইসির নির্বাহী পরিচালক পরিচয় দেয়া ব্যক্তিটি যে ভূয়া, সেটা আঁচ করতে পেরে এক বিনিয়োগকারীর কাছে আসা সেই ফোন নম্বর ও বিকাশ নম্বরসহ বিস্তারিত ঘটনা ছড়িয়ে দিয়েছেন শেয়ারবাজার বিষয়ক বিভিন্ন ফেসবুক গ্রুপে।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএসইসির যে কর্মকর্তাকে নিয়ে এতো আয়োজন, তার নিজের নেই কোন বিকাশ একাউন্ট, এমনকি নেই কোন ফেসবুক একাউন্টও। সেজন্য তিনি বিনিয়োগকারীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, শেয়ারবাজার বিষয়ক ফেসবুক গ্রুপ ‘উই ওয়ান্ট টু বি গেইনার’ ও ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ দুটি গ্রুপে মোঃ মোস্তাফিজুর রহমান জনী নামে এক বিনিয়োগকারীর করা পোস্ট বা স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
সবাই সাবধান!!! নতুন ধান্ধাবাজ। রেজাউল করিম, নির্বাহী পরিচালক (ভূয়া), BSEC। মোবাইলঃ ০১৮৩৪-২৩১০৩৭, বিকাশঃ ০১৭৬৩-৫১৬৩৬১।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর বেশি ক্ষতির ধান্ধা।
আজ সকাল ৯.৫০ মিনিটে উপরিউক্ত মোবাইল নম্বর হতে কল করে রেজাউল করিম, নির্বাহী পরিচালক (ভূয়া), বিএসইসি পরিচয়ে আমাকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী (আমি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী না) হিসাবে সর্বোচ্চ ১ লাখ টাকার আইপিও সুবিধা দেয়ার কথা বলা হয়। বিনিময়ে আবেদন করার জন্য সিডিবিএল চার্জ বাবদ ৫,১০০ টাকা উপরিউক্ত BSEC-এর বিকাশ নম্বরে ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলা হয়। এবং বিষয়টি কারও সাথে শেয়ার না করার জন্য আমাকে অনুরোধ করা হয়, কারণ এতে বাজারে রিওমার ছড়াবে এবং বাজার নষ্ট হবে।”
বিষয়টি নিয়ে মুঠোফোনে আলাপকালে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, আমার কোন ফেসবুক বা বিকাশ একাউন্ট নাই। কে বা কারা এ ধরনের নোংরামি করছে, তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
তবে তিনি বিনিয়োগকারীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএসইসির কোন কর্মকর্তা বা বিএসইসি কখনোই এভাবে কোন ফোন করবেন না। কাজেই এ ধরনের কোন চক্র বা গোষ্ঠী কোন প্রস্তাব করলে তাদের থেকে সাবধান থাকুন, পারলে তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন।
এ সময় তিনি ফেসবুক গ্রুপে সতর্কবার্তা পোস্ট করা মোস্তাফিজুর রহমানকে বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
- বিমার আওতায় আসছে পোশাক খাতের শ্রমিকরা
- খাশোগিকে হত্যার অনুমতি দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
- সেনাসরকার নামাতে জাতিসংঘের পদক্ষেপ চান মিয়ানমারের রাষ্ট্রদূত
- খুলনায় বিএনপির মহাসমাবেশ আজ, ১৮ রুটে বাস চলাচল বন্ধ
- শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে জানা যাবে বিকেলে
- হচ্ছে না বীমা মেলা
- বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
- বিদায়ী সপ্তাহে পিই কিছুটা বেড়েছে
- পতনেও বাজার মূলধন ফিরেছে হাজার কোটি টাকা
- শেয়ারবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই: বিএসইসি চেয়ারম্যান
- Decision to cancel IPO quota of three merchant banks
- An era of painful memories of Peelkhana
- BSEC fined three companies Tk 9 lakh
- The President and the Prime Minister pay their respects at the graves of the army officers killed in Peelkhana
- The Dhaka-New Jalpaiguri train will run twice a week