০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিদেশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে ব্লুমবার্গ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / ৪২৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচারণা চালাবে যুক্তরাষ্ট্রের বানিজ্যভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ। এর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিদেশী বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও অর্থনৈতিক বিকাশ সম্পর্কে তুলে ধরবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। অতি সম্প্রতি বিএসইসি প্রকাশিত এক দরপত্র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে আকৃষ্ট করতে ব্লুমবার্গ মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে। এক্ষেত্রে বিপণন ও যোগাযোগ সেবা সরবরাহের জন্য যোগ্য দরদাতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএসইসি।

জানা যায়, বিএসইসি ‘দ্য রাইজিং অফ বেঙ্গল টাইগার, পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ ব্যানারে ১৬ মাসের দীর্ঘ সময়ের জন্য এই ক্যাম্পেইন চালু করেছে। বিএসইসি বিশ্বব্যাপী স্বীকৃত ব্যবসায়িক মিডিয়া নেটওয়ার্ক ব্লুমবার্গে দেশের পুঁজিবাজার সম্পর্কে বিশ্বব্যাপি প্রচার ঘটাতে চায়। এছাড়া এর মাধ্যমে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন বিএসইসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে ক্যাম্পেইনে মিডিয়া টেলিভিশন, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াগুলোর জন্য প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করবে ব্লুমবার্গ। অপরদিকে ১৬ মাসের এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশকে সমর্থন করার জন্য ব্লুমবার্গ তার ওয়েব সাইটে বাংলাদেশের একটি কন্টেন্ট হাবও হোস্ট করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের সদর দফতরে অবস্থিত শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংবাদ সংস্থা ব্লুমবার্গ মিডিয়া টেলিভিশন, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করা এবারই প্রথম।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

বিদেশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে ব্লুমবার্গ

আপডেট: ১২:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচারণা চালাবে যুক্তরাষ্ট্রের বানিজ্যভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ। এর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিদেশী বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও অর্থনৈতিক বিকাশ সম্পর্কে তুলে ধরবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। অতি সম্প্রতি বিএসইসি প্রকাশিত এক দরপত্র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে আকৃষ্ট করতে ব্লুমবার্গ মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে। এক্ষেত্রে বিপণন ও যোগাযোগ সেবা সরবরাহের জন্য যোগ্য দরদাতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএসইসি।

জানা যায়, বিএসইসি ‘দ্য রাইজিং অফ বেঙ্গল টাইগার, পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ ব্যানারে ১৬ মাসের দীর্ঘ সময়ের জন্য এই ক্যাম্পেইন চালু করেছে। বিএসইসি বিশ্বব্যাপী স্বীকৃত ব্যবসায়িক মিডিয়া নেটওয়ার্ক ব্লুমবার্গে দেশের পুঁজিবাজার সম্পর্কে বিশ্বব্যাপি প্রচার ঘটাতে চায়। এছাড়া এর মাধ্যমে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন বিএসইসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে ক্যাম্পেইনে মিডিয়া টেলিভিশন, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াগুলোর জন্য প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করবে ব্লুমবার্গ। অপরদিকে ১৬ মাসের এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশকে সমর্থন করার জন্য ব্লুমবার্গ তার ওয়েব সাইটে বাংলাদেশের একটি কন্টেন্ট হাবও হোস্ট করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের সদর দফতরে অবস্থিত শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংবাদ সংস্থা ব্লুমবার্গ মিডিয়া টেলিভিশন, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করা এবারই প্রথম।

ঢাকা/এসআর