১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিদেশী ও যৌথ বিনিয়োগ প্রস্তাব কমেছে ৯০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • / ৪১৯২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা মহামারির প্রভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্থানীয় ও বিদেশী মিলে মোট বিনিয়োগ প্রস্তাব কমেছে ১৯ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় শতভাগ বিদেশী ও যৌথ বিদেশী বিনিয়োগ প্রস্তাব কমেছে ৯০ শতাংশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিডার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধন নিয়েছে ২৯৯টি শিল্প ইউনিট। এ ইউনিটগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ১৪৪ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা। যেখানে গত বছরের জানুয়ারি থেকে মার্চ—এ তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধন নেয় ২৩৯টি শিল্প ইউনিট। এ ইউনিটগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৯ হাজার ২৬০ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকা। এ হিসাবে স্থানীয় বিনিয়োগে নিবন্ধন নেয়া শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬০টি। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৪১ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে চলতি বছর প্রথম প্রান্তিকে ১৭টি শতভাগ বিদেশী ও ১৪টি যৌথ শিল্প নিবন্ধন নিয়েছে। নিবন্ধিত মোট ৩১টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৭৪৫ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শতভাগ ও যৌথ বিদেশী বিনিয়োগের নিবন্ধিত শিল্প ছিল ৫২টি। এ শিল্পগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৮ হাজার ২০ কোটি ৪৯ লাখ ৭১ হাজার টাকা। এ হিসাবে শতভাগ ও যৌথ বিদেশী প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগ কমেছে ৯০ দশমিক ৭০ শতাংশ। নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২১টি।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে স্থানীয় এবং শতভাগ বিদেশী ও যৌথ মিলিয়ে বিনিয়োগে নিবন্ধিত মোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৩০। এ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৮৮৯ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের একই সময়ে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯১টি। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১৭ হাজার ২৮১ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকার। এ হিসাবে প্রস্তাবিত বিনিয়োগ কমেছে ১৯ দশমিক ৬২ শতাংশ বা ৩ হাজার ৩৯২ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার টাকার।

বিডার তথ্য অনুযায়ী, স্থানীয় বিনিয়োগে কেমিক্যাল শিল্প খাতের সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। মোট স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের ২৯ দশমিক ১৬ শতাংশই ছিল কেমিক্যাল শিল্প খাতে। মোট বিনিয়োগ প্রস্তাবে সেবা বা সার্ভিস খাতের অংশ ছিল ১৭ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শিল্প খাতের ১৫ দশমিক ৩৫ শতাংশ। তিন মাসে প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পগুলোয় মোট ৫১ হাজার ৮১৭ জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/এইচকে

শেয়ার করুন

x
English Version

বিদেশী ও যৌথ বিনিয়োগ প্রস্তাব কমেছে ৯০ শতাংশ

আপডেট: ০১:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা মহামারির প্রভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্থানীয় ও বিদেশী মিলে মোট বিনিয়োগ প্রস্তাব কমেছে ১৯ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় শতভাগ বিদেশী ও যৌথ বিদেশী বিনিয়োগ প্রস্তাব কমেছে ৯০ শতাংশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিডার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধন নিয়েছে ২৯৯টি শিল্প ইউনিট। এ ইউনিটগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ১৪৪ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা। যেখানে গত বছরের জানুয়ারি থেকে মার্চ—এ তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধন নেয় ২৩৯টি শিল্প ইউনিট। এ ইউনিটগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৯ হাজার ২৬০ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকা। এ হিসাবে স্থানীয় বিনিয়োগে নিবন্ধন নেয়া শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬০টি। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৪১ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে চলতি বছর প্রথম প্রান্তিকে ১৭টি শতভাগ বিদেশী ও ১৪টি যৌথ শিল্প নিবন্ধন নিয়েছে। নিবন্ধিত মোট ৩১টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৭৪৫ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শতভাগ ও যৌথ বিদেশী বিনিয়োগের নিবন্ধিত শিল্প ছিল ৫২টি। এ শিল্পগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৮ হাজার ২০ কোটি ৪৯ লাখ ৭১ হাজার টাকা। এ হিসাবে শতভাগ ও যৌথ বিদেশী প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগ কমেছে ৯০ দশমিক ৭০ শতাংশ। নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২১টি।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে স্থানীয় এবং শতভাগ বিদেশী ও যৌথ মিলিয়ে বিনিয়োগে নিবন্ধিত মোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৩০। এ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৮৮৯ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের একই সময়ে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯১টি। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১৭ হাজার ২৮১ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকার। এ হিসাবে প্রস্তাবিত বিনিয়োগ কমেছে ১৯ দশমিক ৬২ শতাংশ বা ৩ হাজার ৩৯২ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার টাকার।

বিডার তথ্য অনুযায়ী, স্থানীয় বিনিয়োগে কেমিক্যাল শিল্প খাতের সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। মোট স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের ২৯ দশমিক ১৬ শতাংশই ছিল কেমিক্যাল শিল্প খাতে। মোট বিনিয়োগ প্রস্তাবে সেবা বা সার্ভিস খাতের অংশ ছিল ১৭ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শিল্প খাতের ১৫ দশমিক ৩৫ শতাংশ। তিন মাসে প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পগুলোয় মোট ৫১ হাজার ৮১৭ জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/এইচকে