১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ব্যাংকের জালিয়াতি অর্থের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ৪১৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিভিন্ন ব্যাংকের জালিয়াতি ও ডাকাতিসহ অন্যান্য মাধ্যমে অর্থের ক্ষতি হলে তা অন্যান্য অপ্রদর্শিত সম্পদের খাতে দেখালেও সেই অর্থ জড়িত ব্যক্তির নিকট থেকে সম্পূর্ণ আদায়ের পূর্ব পর্যন্ত মন্দমানে আখ্যায়িত করে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একইভাবে ব্যাংকের আন্তঃশাখার অসমন্বিত হিসাবসমূহের ক্ষেত্রে কোনো ঋণ এন্ট্রির ১ বছরের বেশি ও ২ বছরের কম সময় পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ অর্থ প্রভিশন এবং দুই বছরের বেশি হলে তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে।

এ নিয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যবসা উন্নয়ন, ভ্রমণ, আপ্যায়ন, বিজ্ঞাপন, বেতন ভাতার খরচ অপ্রদর্শিত সম্পদ খাতে দেখালে এবং তা প্রদর্শনের ৬ মাসের বেশি এবং ১ বছরের বছরের কম সময়কাল পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ প্রভিশন দেখাতে হবে।

তবে ১ বছরের বেশি হলে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। একইভাবে ব্যাংক কর্তৃক সার্ভিসের জন্য কম্পিউটার, এটিএম মেশিন, সফটওয়্যার, হার্ডওয়ার ক্রয়সহ বিভিন্ন চলমান ব্যয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবদ প্রদর্শন করা হলে দেখানোর তারিখ থেকে ১ বছরের মধ্যে সমন্বয় করা না হলে তা মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

এছাড়া মামলা মোকদ্দমা ও আইন খরচে অনিশ্চয়তা থাকলে তা অন্যান্য সম্পদ হিসাবে দেখানো তারিখ হতে ৬ মাস পার হলে সেটি সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ এবং ১ বছরের মধ্যে সমন্বয় করা না হলে মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতাভাগ সঞ্চিতি সংরক্ষণ কততে হবে।

ঋণের বিপরীতে প্রাপ্য সুদ (ট্রেজারি বিল/বন্ড, কর্পোরেট বন্ড, সাবঅর্ডিনেটেড বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, কমার্শিয়াল পেপার, ডিবেঞ্চার) অন্যান্য সম্পদ খাতে প্রদর্শন করলে ঋণের বিপরীতে প্রাপ্য সুদ দেখানোর তারিখ থেকে ৬ মাসের বেশি ও ১ বছরের কম সময় পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে ৫০ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

আর ১ বছর পার হলে মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। আর অগ্রিম হিসেবে প্রদত্ত ডিপোজিটসমূহ (বাড়ি ভাড়া, বিভিন্ন প্রকারের ইউটিলিটি সার্ভিস) চুক্তিতে উল্লেখিত শর্তানুযায়ী সমন্বয় না হলে শর্তানুযায়ী নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার ১ বছরের বেশি ও ২ বছরের কম সময়কাল পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে ৫০ শতাংশ এবং ২ বছর পার হলে তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ব্যাংকের জালিয়াতি অর্থের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখার নির্দেশ

আপডেট: ০৫:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিভিন্ন ব্যাংকের জালিয়াতি ও ডাকাতিসহ অন্যান্য মাধ্যমে অর্থের ক্ষতি হলে তা অন্যান্য অপ্রদর্শিত সম্পদের খাতে দেখালেও সেই অর্থ জড়িত ব্যক্তির নিকট থেকে সম্পূর্ণ আদায়ের পূর্ব পর্যন্ত মন্দমানে আখ্যায়িত করে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একইভাবে ব্যাংকের আন্তঃশাখার অসমন্বিত হিসাবসমূহের ক্ষেত্রে কোনো ঋণ এন্ট্রির ১ বছরের বেশি ও ২ বছরের কম সময় পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ অর্থ প্রভিশন এবং দুই বছরের বেশি হলে তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে।

এ নিয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যবসা উন্নয়ন, ভ্রমণ, আপ্যায়ন, বিজ্ঞাপন, বেতন ভাতার খরচ অপ্রদর্শিত সম্পদ খাতে দেখালে এবং তা প্রদর্শনের ৬ মাসের বেশি এবং ১ বছরের বছরের কম সময়কাল পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ প্রভিশন দেখাতে হবে।

তবে ১ বছরের বেশি হলে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। একইভাবে ব্যাংক কর্তৃক সার্ভিসের জন্য কম্পিউটার, এটিএম মেশিন, সফটওয়্যার, হার্ডওয়ার ক্রয়সহ বিভিন্ন চলমান ব্যয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবদ প্রদর্শন করা হলে দেখানোর তারিখ থেকে ১ বছরের মধ্যে সমন্বয় করা না হলে তা মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

এছাড়া মামলা মোকদ্দমা ও আইন খরচে অনিশ্চয়তা থাকলে তা অন্যান্য সম্পদ হিসাবে দেখানো তারিখ হতে ৬ মাস পার হলে সেটি সন্দেহজনক মানে শ্রেণিকরণ করে তার বিপরীতে ৫০ শতাংশ এবং ১ বছরের মধ্যে সমন্বয় করা না হলে মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতাভাগ সঞ্চিতি সংরক্ষণ কততে হবে।

ঋণের বিপরীতে প্রাপ্য সুদ (ট্রেজারি বিল/বন্ড, কর্পোরেট বন্ড, সাবঅর্ডিনেটেড বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, কমার্শিয়াল পেপার, ডিবেঞ্চার) অন্যান্য সম্পদ খাতে প্রদর্শন করলে ঋণের বিপরীতে প্রাপ্য সুদ দেখানোর তারিখ থেকে ৬ মাসের বেশি ও ১ বছরের কম সময় পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে ৫০ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

আর ১ বছর পার হলে মন্দমানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। আর অগ্রিম হিসেবে প্রদত্ত ডিপোজিটসমূহ (বাড়ি ভাড়া, বিভিন্ন প্রকারের ইউটিলিটি সার্ভিস) চুক্তিতে উল্লেখিত শর্তানুযায়ী সমন্বয় না হলে শর্তানুযায়ী নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার ১ বছরের বেশি ও ২ বছরের কম সময়কাল পর্যন্ত অসমন্বিত থাকলে তা সন্দেহজনক মানে শ্রেণিকরণপূর্বক তার বিপরীতে ৫০ শতাংশ এবং ২ বছর পার হলে তার বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে।

ঢাকা/টিএ