০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয়: বিএসইসির শোকজের জবাব দিয়েছে আছিয়া সি ফুডস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ৪১৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আছিয়া সি ফুডস ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক গণপ্রস্তাবের বিকল্প পদ্ধতি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করছে কোম্পানিটি। অভিযোগ সঠিক কি না তা খতিয়ে দেখতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২২ জুন) বিএসইসির শোকজের জবাব জমা দিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিকুল ইসলাম জহির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে জানতে চাইলে তিনি বিজনেস জার্নালকে বলেন, একটা বিল্ডিং একদিনে তৈরি হয় না। দীর্ঘ ২৫ বছর ধরেই এই বিল্ডিংয়ে ব্যয় করা হচ্ছে। সর্বশেষ পুঁজিবাজার থেকে আইপিও উত্তোলনের মাধ্যমেও ভবন নির্মাণে ব্যয়ের কথা বলা হয়েছে। এর মানে এই না যে, পুঁজিবাজার থেকে যে ১২ কোটি টাকা ভবন নির্মানে ব্যয়ের কথা বলা হয়েছে, সেটা বিগত বছরেই করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে ব্যয় বেশি দেখানো হয় নি। যা বাস্তব, তাই দেখানো হয়েছে। এই বিষয়টি আমরা বিএসইসিকে জানিয়েছি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আছিয়া সি ফুডস ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। চিঠিটি গতকাল মঙ্গলবার (২১ জুন) পাঠানো হয়েছে। তবে চিঠিতে স্বাক্ষর করা হয়েছে সোমবার।

চিঠিতে বলা হয়েছে, ভবন তৈরিতে কারসাজি হয়েছে এমন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে কোম্পানিটিকে ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, আছিয়া সি ফুডসের ২৭ হাজার ২৩ স্কয়ার ফিটের ভবন রয়েছে। পুরাতন ভবন সত্ত্বেও এটি নির্মাণে (জমি ছাড়া) ১২ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা ব্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রতি স্কয়ার ফিট ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ৪৭২ টাকা। যা কোনভাবেই বাস্তবসম্মত নয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয়: বিএসইসির শোকজের জবাব দিয়েছে আছিয়া সি ফুডস

আপডেট: ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আছিয়া সি ফুডস ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক গণপ্রস্তাবের বিকল্প পদ্ধতি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করছে কোম্পানিটি। অভিযোগ সঠিক কি না তা খতিয়ে দেখতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২২ জুন) বিএসইসির শোকজের জবাব জমা দিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিকুল ইসলাম জহির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে জানতে চাইলে তিনি বিজনেস জার্নালকে বলেন, একটা বিল্ডিং একদিনে তৈরি হয় না। দীর্ঘ ২৫ বছর ধরেই এই বিল্ডিংয়ে ব্যয় করা হচ্ছে। সর্বশেষ পুঁজিবাজার থেকে আইপিও উত্তোলনের মাধ্যমেও ভবন নির্মাণে ব্যয়ের কথা বলা হয়েছে। এর মানে এই না যে, পুঁজিবাজার থেকে যে ১২ কোটি টাকা ভবন নির্মানে ব্যয়ের কথা বলা হয়েছে, সেটা বিগত বছরেই করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে ব্যয় বেশি দেখানো হয় নি। যা বাস্তব, তাই দেখানো হয়েছে। এই বিষয়টি আমরা বিএসইসিকে জানিয়েছি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আছিয়া সি ফুডস ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। চিঠিটি গতকাল মঙ্গলবার (২১ জুন) পাঠানো হয়েছে। তবে চিঠিতে স্বাক্ষর করা হয়েছে সোমবার।

চিঠিতে বলা হয়েছে, ভবন তৈরিতে কারসাজি হয়েছে এমন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে কোম্পানিটিকে ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, আছিয়া সি ফুডসের ২৭ হাজার ২৩ স্কয়ার ফিটের ভবন রয়েছে। পুরাতন ভবন সত্ত্বেও এটি নির্মাণে (জমি ছাড়া) ১২ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা ব্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রতি স্কয়ার ফিট ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ৪৭২ টাকা। যা কোনভাবেই বাস্তবসম্মত নয়।

ঢাকা/টিএ