০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মঙ্গলবারের আপডেটঃ কোন জেলায় কতোজন করোনায় আক্রান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
  • / ৪৬০৮ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৬২।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

নিচে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত হয়েছে, তা বিভাগের ক্রমানুসারে উল্লেখ করা হলো-

Ω ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪,৮৫৭ জন আক্রান্ত হয়েছে।

ঢাকা- ৩,০৯৫ জন

গাজীপুরে- ৩১৮ জন

কিশোরগঞ্জ- ১৯৪ জন

মাদারিপুর- ৩৮ জন

মানিকগঞ্জ- ১৫ জন

নারায়নগঞ্জ- ৮৪৯ জন

মুন্সীগঞ্জ- ৮২ জন

নরসিংদী- ১৪২ জন

রাজবাড়ী- ১৪ জন

ফরিদপুর- ০৯ জন

টাঙ্গাইল- ২৭ জন

শরীয়তপুর- ২৪ জন

গোপালগঞ্জ- ৫০ জন

Ω চট্টগ্রামে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২২৭ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

চট্টগ্রাম- ৬৭ জন

কক্সবাজার- ১৯ জন

কুমিল্লা- ৪৭ জন

বি.বাড়িয়া- ৩৫ জন

লক্ষীপুর- ৩৪ জন

বান্দরবন- ০৪ জন

নোয়াখালী- ০৬ জন

ফেনী- ০৪ জন

চাঁদপুর- ১১ জন

Ω সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০২ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

মৌলভীবাজার- ১২ জন

সুনামগঞ্জ- ২৬ জন

হবিগঞ্জ- ৪৮ জন

সিলেট- ১৬ জন

Ω রংপুর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

রংপুর- ২৮ জন

গাইবান্ধা- ১৯ জন

নীলফামারি- ১১ জন

লালমনিরহাট- ০২ জন

কুড়িগ্রাম- ০৬ জন

দিনাজপুর- ১৬ জন

পঞ্চগড়- ০৭ জন

ঠাকুরগাও- ০১৫ জন

Ω খুলনা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

খুলনা- ০৮ জন

যশোর- ৩৬ জন

বাগেরহাট- ০১ জন

নড়াইল- ১৩ জন

মাগুরা- ০৪ জন

মেহেরপুর- ০২ জন

ঝিনাইদহ- ১৯ জন

কুষ্টিয়া- ১০ জন

চুয়াডাঙ্গা- ০৮ জন

Ω ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২২১৯ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

ময়মনসিংহ- আজ ১১৭ জন

জামালপুর- আজ ৫২ জন

নেত্রকোনা- আজ ২৭ জন

শেরপুর- আজ ২৩ জন

Ω বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

বরগুনা- ৩০ জন

ভোলা- ০৪ জন

বরিশাল- ৪০ জন

পটুয়াখালী- ২৩ জন

পিরোজপুর- ০৮ জন

ঝালকাঠি- ০৬ জন

Ω এদিকে রাজশাহী বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

জয়পুরহাট- ২১ জন

পাবনা- ০৮ জন

চাঁপাইনবাবগঞ্জ- ০২ জন

বগুড়া- ১৭ জন

নোয়াগাও- ০১ জন

নাটোর- ০০ জন

সিরাজগঞ্জ- ০৩ জন

এবং রাজশাহীতে ১০ জন আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

x
English Version

মঙ্গলবারের আপডেটঃ কোন জেলায় কতোজন করোনায় আক্রান্ত

আপডেট: ০৭:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৬২।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

নিচে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত হয়েছে, তা বিভাগের ক্রমানুসারে উল্লেখ করা হলো-

Ω ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪,৮৫৭ জন আক্রান্ত হয়েছে।

ঢাকা- ৩,০৯৫ জন

গাজীপুরে- ৩১৮ জন

কিশোরগঞ্জ- ১৯৪ জন

মাদারিপুর- ৩৮ জন

মানিকগঞ্জ- ১৫ জন

নারায়নগঞ্জ- ৮৪৯ জন

মুন্সীগঞ্জ- ৮২ জন

নরসিংদী- ১৪২ জন

রাজবাড়ী- ১৪ জন

ফরিদপুর- ০৯ জন

টাঙ্গাইল- ২৭ জন

শরীয়তপুর- ২৪ জন

গোপালগঞ্জ- ৫০ জন

Ω চট্টগ্রামে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২২৭ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

চট্টগ্রাম- ৬৭ জন

কক্সবাজার- ১৯ জন

কুমিল্লা- ৪৭ জন

বি.বাড়িয়া- ৩৫ জন

লক্ষীপুর- ৩৪ জন

বান্দরবন- ০৪ জন

নোয়াখালী- ০৬ জন

ফেনী- ০৪ জন

চাঁদপুর- ১১ জন

Ω সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০২ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

মৌলভীবাজার- ১২ জন

সুনামগঞ্জ- ২৬ জন

হবিগঞ্জ- ৪৮ জন

সিলেট- ১৬ জন

Ω রংপুর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

রংপুর- ২৮ জন

গাইবান্ধা- ১৯ জন

নীলফামারি- ১১ জন

লালমনিরহাট- ০২ জন

কুড়িগ্রাম- ০৬ জন

দিনাজপুর- ১৬ জন

পঞ্চগড়- ০৭ জন

ঠাকুরগাও- ০১৫ জন

Ω খুলনা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

খুলনা- ০৮ জন

যশোর- ৩৬ জন

বাগেরহাট- ০১ জন

নড়াইল- ১৩ জন

মাগুরা- ০৪ জন

মেহেরপুর- ০২ জন

ঝিনাইদহ- ১৯ জন

কুষ্টিয়া- ১০ জন

চুয়াডাঙ্গা- ০৮ জন

Ω ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২২১৯ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

ময়মনসিংহ- আজ ১১৭ জন

জামালপুর- আজ ৫২ জন

নেত্রকোনা- আজ ২৭ জন

শেরপুর- আজ ২৩ জন

Ω বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

বরগুনা- ৩০ জন

ভোলা- ০৪ জন

বরিশাল- ৪০ জন

পটুয়াখালী- ২৩ জন

পিরোজপুর- ০৮ জন

ঝালকাঠি- ০৬ জন

Ω এদিকে রাজশাহী বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে-

জয়পুরহাট- ২১ জন

পাবনা- ০৮ জন

চাঁপাইনবাবগঞ্জ- ০২ জন

বগুড়া- ১৭ জন

নোয়াগাও- ০১ জন

নাটোর- ০০ জন

সিরাজগঞ্জ- ০৩ জন

এবং রাজশাহীতে ১০ জন আক্রান্ত হয়েছে।