০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন সোনালী লাইফের আবেদনকারীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / ১০৯০৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘আর ভুল হবে না’- এ রকম আবেদনের মাধ্যমে মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন সোনালী লাইফ ইনস্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ২৫ হাজার ৩৮৯ জন আবেদনকারী।

নতুন পদ্ধতির আইপিওতে আবেদনকারীদের সচেতন করতে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এরপর থেকে যারা এই কাজটি করবে তাদের অবশ্যই জরিমানা গুনতে হবে।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, অনেক বিনিয়োগকারী না বুঝেই একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দুটির বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে আইপিওতে আবেদন করেছে। এই বিনিয়োগকারীরা যাতে এরকম ভুল আর না করেন, তারা নিজেরা এসে আবেদন করলে আমরা জরিমানা মওকুফ করে দেব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উল্লেখ্য, নিয়ম ও বিধি-বহির্ভূতভাবে সোনালী লাইফ ইনস্যুরেন্সের আইপিও আবেদন করেছেন ২৫ হাজার ৩৮৯ জন। নিয়ম ভঙ্গের দায়ে তারা আইপিওর শেয়ার বরাদ্দ পাননি। উল্টো ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে তাদের।

নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি আইপিওতে একটি ব্যাংক হিসাবের মাধ্যমে সর্বোচ্চ দুটি বিও হিসাবে খুলতে পারেন। এই নিয়ম ভঙ্গ করেছেন ২৫ হাজার ৩৮৯টি বিওধারী বিনিয়োগকারীরা। তারা একটি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে দুটির জায়গায় আরও বেশি বিও খুলে আইপিওতে আবেদন করেছেন। যার শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার। টাকার অংকে যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৪ লাখ ৮০ হাজার।

আইন অনুযায়ী এই টাকার ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। ফলে ২৫ হাজার বিনিয়োগকারীর জরিমানা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা। তবে যারা জরিমানা মওকুফের জন্য বিএসইতে আবেদন করবে তারা জরিমানা মাফ পাবেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন সোনালী লাইফের আবেদনকারীরা

আপডেট: ০২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘আর ভুল হবে না’- এ রকম আবেদনের মাধ্যমে মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন সোনালী লাইফ ইনস্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ২৫ হাজার ৩৮৯ জন আবেদনকারী।

নতুন পদ্ধতির আইপিওতে আবেদনকারীদের সচেতন করতে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এরপর থেকে যারা এই কাজটি করবে তাদের অবশ্যই জরিমানা গুনতে হবে।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, অনেক বিনিয়োগকারী না বুঝেই একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দুটির বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে আইপিওতে আবেদন করেছে। এই বিনিয়োগকারীরা যাতে এরকম ভুল আর না করেন, তারা নিজেরা এসে আবেদন করলে আমরা জরিমানা মওকুফ করে দেব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উল্লেখ্য, নিয়ম ও বিধি-বহির্ভূতভাবে সোনালী লাইফ ইনস্যুরেন্সের আইপিও আবেদন করেছেন ২৫ হাজার ৩৮৯ জন। নিয়ম ভঙ্গের দায়ে তারা আইপিওর শেয়ার বরাদ্দ পাননি। উল্টো ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে তাদের।

নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি আইপিওতে একটি ব্যাংক হিসাবের মাধ্যমে সর্বোচ্চ দুটি বিও হিসাবে খুলতে পারেন। এই নিয়ম ভঙ্গ করেছেন ২৫ হাজার ৩৮৯টি বিওধারী বিনিয়োগকারীরা। তারা একটি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে দুটির জায়গায় আরও বেশি বিও খুলে আইপিওতে আবেদন করেছেন। যার শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার। টাকার অংকে যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৪ লাখ ৮০ হাজার।

আইন অনুযায়ী এই টাকার ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। ফলে ২৫ হাজার বিনিয়োগকারীর জরিমানা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা। তবে যারা জরিমানা মওকুফের জন্য বিএসইতে আবেদন করবে তারা জরিমানা মাফ পাবেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: