০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মূলধন বাড়লেও কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ৪১০৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বস্তির মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ঈদুল আজহার ছুটির কারণে আলোচিত সপ্তাহে (১৮-১৯ জুলাই) পাঁচ কার্যদিবসের মধ্যে লেনদেন হয়েছে দুদিন। এর মধ্যে দুদিনই সূচকের উত্থান হয়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন সপ্তাহে উত্থানের মধ্য দিয়েই লেনদেন হয়েছে ডিএসইতে। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে (১৮-১৯ জুলাই) ডিএসইতে মোট দুই কার্যদিবসে ৩ হাজার ৫৭ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়েছে; যা আগের সপ্তাহের চেয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকা কম। এর আগের সপ্তাহের চার কার্যদিবসে লেনদেনে হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ৯ হাজার ৯১৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৩ কোটি ৪০ লাখ ১২ হাজার ২২২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৪টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির। এতে সিএসইর প্রধান সূচক ২৫১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

মূলধন বাড়লেও কমেছে লেনদেন

আপডেট: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বস্তির মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ঈদুল আজহার ছুটির কারণে আলোচিত সপ্তাহে (১৮-১৯ জুলাই) পাঁচ কার্যদিবসের মধ্যে লেনদেন হয়েছে দুদিন। এর মধ্যে দুদিনই সূচকের উত্থান হয়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন সপ্তাহে উত্থানের মধ্য দিয়েই লেনদেন হয়েছে ডিএসইতে। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে (১৮-১৯ জুলাই) ডিএসইতে মোট দুই কার্যদিবসে ৩ হাজার ৫৭ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়েছে; যা আগের সপ্তাহের চেয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকা কম। এর আগের সপ্তাহের চার কার্যদিবসে লেনদেনে হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ৯ হাজার ৯১৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৩ কোটি ৪০ লাখ ১২ হাজার ২২২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৪টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির। এতে সিএসইর প্রধান সূচক ২৫১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: