০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে মাসে ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪২২৫ বার দেখা হয়েছে

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতি মাসে প্রায় ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

মন্ত্রী বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এসএফএস) ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটছে। ব্যক্তি ও ব্যবসায়িক পর্যায়ে এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাও বাড়ছে। ফলে আর্থিক খাতে জনমানুষের সম্পৃক্তিও খুব দ্রুত গতিতে বাড়ছে। মার্চ ২০২৩ পর্যন্ত এমএফএস এর আওতায় নিবন্ধিত এজেন্টের সংখ্যা প্রায় ১৬ লাখ, গ্রাহকের সংখ্যা প্রায় ২০ কোটি এবং সক্রিয় গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার। প্রতি মাসে এমএফএস এর মাধ্যমে প্রায় ১ লাখ কোটি টাকার অধিক লেনদেন সম্পন্ন হয়ে থাকে।

তিনি বলেন, রপ্তানি খাতসহ অন্যান্য খাতে সরকারের নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রেও এমএফএস মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এছাড়া এমএফএসকে জরুরি পরিষেবা হিসেবে গণ্য করে লেনদেন চার্জ মওকুফ/হ্রাস করা হয়েছে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল সংক্রান্ত কার্যাদি সমন্বয় করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ) নামে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করা হয়েছে।

মুস্তফা কামাল বলেন, লেনদেন ব্যবস্থাকে যত বেশি ডিজিটালাইজড ও নগদ অর্থের সংশ্লেষমুক্ত করা যাবে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে লেনদেন বিষয়ক সব তথ্য সহজে ও নির্ভুলভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে আর্থিক খাতের গতিপ্রকৃতি অনুসরণ ও নীতিনির্ধারণ যথাযথ হবে। নগদবিহীন আর্থিক লেনদেন সহজ ও সাশ্রয়ী করার স্বার্থে ২০২২ সালের ১৩ নভেম্বর ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ চালু করা হয়েছে। এ ধরনের আর্থিক লেনদেনে প্রচলিত পিওএস (পয়েন্ট অব সেল) ব্যয়বহুল হওয়ায় এর বিকল্প হিসেবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মান সংরক্ষণ করে স্বল্প ব্যয়ের ও সর্বসাধারণের জন্য সহজে ব্যবহার উপযোগী ‘বাংলা কিউআর’ প্রবর্তনের উদ্যোগ নিয়েছে।

‘একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে সব ব্যবসায়ীকে নগদবিহীন লেনদেনের আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারি মাস থেকে ব্যাপক প্রচার শুরু করেছে। আশা করছি, সহজ ও সাশ্রয়ী বিধায় খুব শিগগির নগদবিহীন লেনদেন কার্যক্রম দেশের জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে এবং দ্রুত এর প্রসার ঘটবে।’ বলেন অর্থমন্ত্রী।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে মাসে ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন’

আপডেট: ০৮:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতি মাসে প্রায় ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

মন্ত্রী বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এসএফএস) ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটছে। ব্যক্তি ও ব্যবসায়িক পর্যায়ে এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাও বাড়ছে। ফলে আর্থিক খাতে জনমানুষের সম্পৃক্তিও খুব দ্রুত গতিতে বাড়ছে। মার্চ ২০২৩ পর্যন্ত এমএফএস এর আওতায় নিবন্ধিত এজেন্টের সংখ্যা প্রায় ১৬ লাখ, গ্রাহকের সংখ্যা প্রায় ২০ কোটি এবং সক্রিয় গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার। প্রতি মাসে এমএফএস এর মাধ্যমে প্রায় ১ লাখ কোটি টাকার অধিক লেনদেন সম্পন্ন হয়ে থাকে।

তিনি বলেন, রপ্তানি খাতসহ অন্যান্য খাতে সরকারের নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রেও এমএফএস মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এছাড়া এমএফএসকে জরুরি পরিষেবা হিসেবে গণ্য করে লেনদেন চার্জ মওকুফ/হ্রাস করা হয়েছে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল সংক্রান্ত কার্যাদি সমন্বয় করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ) নামে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করা হয়েছে।

মুস্তফা কামাল বলেন, লেনদেন ব্যবস্থাকে যত বেশি ডিজিটালাইজড ও নগদ অর্থের সংশ্লেষমুক্ত করা যাবে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে লেনদেন বিষয়ক সব তথ্য সহজে ও নির্ভুলভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে আর্থিক খাতের গতিপ্রকৃতি অনুসরণ ও নীতিনির্ধারণ যথাযথ হবে। নগদবিহীন আর্থিক লেনদেন সহজ ও সাশ্রয়ী করার স্বার্থে ২০২২ সালের ১৩ নভেম্বর ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ চালু করা হয়েছে। এ ধরনের আর্থিক লেনদেনে প্রচলিত পিওএস (পয়েন্ট অব সেল) ব্যয়বহুল হওয়ায় এর বিকল্প হিসেবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মান সংরক্ষণ করে স্বল্প ব্যয়ের ও সর্বসাধারণের জন্য সহজে ব্যবহার উপযোগী ‘বাংলা কিউআর’ প্রবর্তনের উদ্যোগ নিয়েছে।

‘একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে সব ব্যবসায়ীকে নগদবিহীন লেনদেনের আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারি মাস থেকে ব্যাপক প্রচার শুরু করেছে। আশা করছি, সহজ ও সাশ্রয়ী বিধায় খুব শিগগির নগদবিহীন লেনদেন কার্যক্রম দেশের জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে এবং দ্রুত এর প্রসার ঘটবে।’ বলেন অর্থমন্ত্রী।

ঢাকা/টিএ