০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় আমরা চিন্তিত নই: পররাষ্ট্রমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ক্ষমতাসীন সরকার ও আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী শনিবার গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই। যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ। বৈশ্বিক শক্তি হিসেবে তারা (যুক্তরাষ্ট্র) অবশ্যই অন্যদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

এরআগে গত বৃহস্পতিবার বাংলাদেশের গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক ও বিরোধী রাজনৈতিক দলের নেতাসহ ৭ ধরনের ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন: ৪৬০০ কেজি মালামাল নিয়ে ঢাকা ছাড়লো প্রথম লাগেজ ভ্যান

যুক্তরাষ্ট্রের এ ভিসা নিষেধাজ্ঞা জারির পর নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় আমরা চিন্তিত নই: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৪:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ক্ষমতাসীন সরকার ও আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী শনিবার গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই। যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ। বৈশ্বিক শক্তি হিসেবে তারা (যুক্তরাষ্ট্র) অবশ্যই অন্যদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

এরআগে গত বৃহস্পতিবার বাংলাদেশের গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক ও বিরোধী রাজনৈতিক দলের নেতাসহ ৭ ধরনের ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন: ৪৬০০ কেজি মালামাল নিয়ে ঢাকা ছাড়লো প্রথম লাগেজ ভ্যান

যুক্তরাষ্ট্রের এ ভিসা নিষেধাজ্ঞা জারির পর নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ঢাকা/এসএম