০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যুদ্ধাপরাধের দায়ে হবিগঞ্জের শফির মৃত্যুদণ্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ৪১০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড এবং তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ মামলার অপর তিন আসামি মো. তাজুল ইসলাম ওরফে খোকন, জাহেদ মিয়া, ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া পলাতক আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। সন্দেহতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়ায় এবং আসামির বয়স বিবেচনায় তিনি খালাস পেয়েছেন। এই প্রথম কোনো আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাস পেলেন।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা মো. শফিউদ্দিন পলাতক রয়েছেন। তার বাড়ি লাখাই উপজেলায়।

২০১৮ সালের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে মামলায় মোট ২১ জনকে সাক্ষী করা হয়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

যুদ্ধাপরাধের দায়ে হবিগঞ্জের শফির মৃত্যুদণ্ড

আপডেট: ১২:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড এবং তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ মামলার অপর তিন আসামি মো. তাজুল ইসলাম ওরফে খোকন, জাহেদ মিয়া, ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া পলাতক আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। সন্দেহতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়ায় এবং আসামির বয়স বিবেচনায় তিনি খালাস পেয়েছেন। এই প্রথম কোনো আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাস পেলেন।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা মো. শফিউদ্দিন পলাতক রয়েছেন। তার বাড়ি লাখাই উপজেলায়।

২০১৮ সালের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে মামলায় মোট ২১ জনকে সাক্ষী করা হয়।

ঢাকা/এসএম