১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রমজানে পরিবর্তন আসতে পারে পুঁজিবাজার লেনদেনের সময়সূচিতেও

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৪২০ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর সাথে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। অর্থ্যাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী যেহেতু ব্যাংক লেনদেনের সময় কমেছে, সে হিসেবে ঊভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়ও কমতে পারে। বিএসইসি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: ব্যাংক বন্ধ করার পর্যায়ে আসেনি বাংলাদেশ: মশিউর রহমান

তবে পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এদিকে বিএসইসির কর্মকর্তারা জানিয়েছেন, পুঁজিবাজারের লেনদেন সবসময়ই ব্যাংক লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ব্যাংক লেনদেনের সময়সূচি সংক্রান্ত কোন নির্দেশনা বা সার্কুলার আসলেই পুঁজিবাজার লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আসবে বলে জানান তারা।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

রমজানে পরিবর্তন আসতে পারে পুঁজিবাজার লেনদেনের সময়সূচিতেও

আপডেট: ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর সাথে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। অর্থ্যাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী যেহেতু ব্যাংক লেনদেনের সময় কমেছে, সে হিসেবে ঊভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়ও কমতে পারে। বিএসইসি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: ব্যাংক বন্ধ করার পর্যায়ে আসেনি বাংলাদেশ: মশিউর রহমান

তবে পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এদিকে বিএসইসির কর্মকর্তারা জানিয়েছেন, পুঁজিবাজারের লেনদেন সবসময়ই ব্যাংক লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ব্যাংক লেনদেনের সময়সূচি সংক্রান্ত কোন নির্দেশনা বা সার্কুলার আসলেই পুঁজিবাজার লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আসবে বলে জানান তারা।

ঢাকা/এসআর