০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শেয়ারবাজার আসতে ইসলাম অক্সিজেনের রোড শো অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যাত্রা শুরু করলো ইসলাম অক্সিজেন লিমিটেড। এ উপলক্ষে ২৫ অক্টোবর (সোমবার) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো’র মাধ্যমে এই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বাজার থেকে ৯৩ কোটি টাকা সংগ্রহ করতে চায় ইসলাম অক্সিজেন। আইপিওতে ব্যয়ের পর প্রতিষ্ঠানটি বাকি টাকা দিয়ে নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, প্ল্যান্ট এবং মেশিনারিজ স্থাপনে ব্যয় করবে। অক্সিজেন ছাড়াও আরো বিভিন্ন ধরনের মেডিকেল গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদা থেকেই শেয়ারবাজারে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোড শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, পরিচালক মো. আজহারুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার বদর উদ্দিন আল-হোসাইন, কোম্পানি সেক্রেটারি মো. আখতারুজ্জামান, কোম্পানির সতন্ত্র পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার বাজার সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট, সোনালী ইনভেস্টমেন্ট, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রুপালী ইনভেস্টমেন্ট, বিভিন্ন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারজে হাউজ, অ্যাসেট মানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্চ ও চিটাগং স্টক এক্সচেঞ্চ এর প্রতিনিধি, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেষ্ট লিঃ-এর চীফ এক্সিকিউটিভ, সোনালী ইনভেষ্টমেন্ট লি, আই.সি.বি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ও রুপালী ইনভেষ্টমেন্ট লিঃ এর সি.ই.ও, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ও এর প্রতিনিধি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারজে হাউজের প্রতিনিধি, কোম্পানীর শেয়ারহোল্ডার, পরিচালকবৃন্দ কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রোজেক্টেড আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির প্রজেক্ট রেভিনিউ হবে ২৭০.২৭ কোটি টাকা এবং উৎপাদন ক্ষমতা বেড়ে হবে বছরে ৪.৮৭ কোটি পিস। আমরা বাংলাদেশের মার্কেটের চাহিদা পূরণ করে অন্যান্য উন্নত দেশগুলোতেও তখন রপ্তানি করতে পারবো। ইসলাম অক্সিজেন লিমিটেড এ বিনিয়োগ করার এখনই সেরা সময় এবং আমরা আমাদের শেয়ার হোল্ডারদের সঠিক রির্টান দিতে সক্ষম হব এবং পুঁজিবাজারে আমাদের পরবর্তী মাইলফলক শুরু করতে পারবো বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রায় ২৯ বছর আগে বড় ভাইয়ের হাত ধরে শুরু হয় আমাদের স্টীল ট্রেড বিজনেস। পর্যায়ক্রমে একাধিক স্টীল উৎপাদন ফ্যাক্টরী গড়ে তুলে। এই স্টীল মিলের প্রয়োজনে ৩ ভাইয়ের যৌথ প্রচেষ্টায় পরবর্তীতে ইসলাম অক্সিজেন লিমিটেড, যার বানিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল ২০১৩ সালে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদনের মাধ্যমে। চাহিদা বৃদ্ধির কারণে ২য় প্লান্ট স্থাপন এবং একটি এসিটিলিন প্লান্ট গড়ে তুলে। বিভিন্ন শিল্পে কাচামাল হিসেবে ব্যবহৃত গ্যাসের ইন্ডাষ্ট্রিয়াল চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা কার্বন ডাই-অক্সাইড, আর্গন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গোশিল্ড, কর্ণন ও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মিক্সড গ্যাস উৎপাদন এবং সরবরাহ করা শুরু করে। আর এভাবেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের বাজারে একটি সুদৃঢ় অবস্থান তৈরি হয়। বর্তমানে ক্রমান্বয়ে কম্প্রেড মেডিকেল এয়ার, নাইট্রাস অক্সাইড, মেডিকেল কার্বন ডাই অক্সাইড, মেডিকেল নাইট্রোজেন ও বিভিন্ন ধরনের মেডিকেল মিক্সড গ্যাস উৎপাদন ও সরবরাহ করে চলছে। যেখানে নিরবিচ্ছন্নভাবে গ্রাহকরা ২৪ ঘন্টা সেবাসমূহ পেয়ে থাকে।

কোম্পানিটির আইপিওর ব্যবস্থাপনার (ইস্যু ম্যানেজার) দায়িত্ব রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

শেয়ারবাজার আসতে ইসলাম অক্সিজেনের রোড শো অনুষ্ঠিত

আপডেট: ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যাত্রা শুরু করলো ইসলাম অক্সিজেন লিমিটেড। এ উপলক্ষে ২৫ অক্টোবর (সোমবার) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো’র মাধ্যমে এই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বাজার থেকে ৯৩ কোটি টাকা সংগ্রহ করতে চায় ইসলাম অক্সিজেন। আইপিওতে ব্যয়ের পর প্রতিষ্ঠানটি বাকি টাকা দিয়ে নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, প্ল্যান্ট এবং মেশিনারিজ স্থাপনে ব্যয় করবে। অক্সিজেন ছাড়াও আরো বিভিন্ন ধরনের মেডিকেল গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদা থেকেই শেয়ারবাজারে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোড শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, পরিচালক মো. আজহারুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার বদর উদ্দিন আল-হোসাইন, কোম্পানি সেক্রেটারি মো. আখতারুজ্জামান, কোম্পানির সতন্ত্র পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার বাজার সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট, সোনালী ইনভেস্টমেন্ট, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রুপালী ইনভেস্টমেন্ট, বিভিন্ন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারজে হাউজ, অ্যাসেট মানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্চ ও চিটাগং স্টক এক্সচেঞ্চ এর প্রতিনিধি, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেষ্ট লিঃ-এর চীফ এক্সিকিউটিভ, সোনালী ইনভেষ্টমেন্ট লি, আই.সি.বি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ও রুপালী ইনভেষ্টমেন্ট লিঃ এর সি.ই.ও, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ও এর প্রতিনিধি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারজে হাউজের প্রতিনিধি, কোম্পানীর শেয়ারহোল্ডার, পরিচালকবৃন্দ কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রোজেক্টেড আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির প্রজেক্ট রেভিনিউ হবে ২৭০.২৭ কোটি টাকা এবং উৎপাদন ক্ষমতা বেড়ে হবে বছরে ৪.৮৭ কোটি পিস। আমরা বাংলাদেশের মার্কেটের চাহিদা পূরণ করে অন্যান্য উন্নত দেশগুলোতেও তখন রপ্তানি করতে পারবো। ইসলাম অক্সিজেন লিমিটেড এ বিনিয়োগ করার এখনই সেরা সময় এবং আমরা আমাদের শেয়ার হোল্ডারদের সঠিক রির্টান দিতে সক্ষম হব এবং পুঁজিবাজারে আমাদের পরবর্তী মাইলফলক শুরু করতে পারবো বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রায় ২৯ বছর আগে বড় ভাইয়ের হাত ধরে শুরু হয় আমাদের স্টীল ট্রেড বিজনেস। পর্যায়ক্রমে একাধিক স্টীল উৎপাদন ফ্যাক্টরী গড়ে তুলে। এই স্টীল মিলের প্রয়োজনে ৩ ভাইয়ের যৌথ প্রচেষ্টায় পরবর্তীতে ইসলাম অক্সিজেন লিমিটেড, যার বানিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল ২০১৩ সালে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদনের মাধ্যমে। চাহিদা বৃদ্ধির কারণে ২য় প্লান্ট স্থাপন এবং একটি এসিটিলিন প্লান্ট গড়ে তুলে। বিভিন্ন শিল্পে কাচামাল হিসেবে ব্যবহৃত গ্যাসের ইন্ডাষ্ট্রিয়াল চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা কার্বন ডাই-অক্সাইড, আর্গন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গোশিল্ড, কর্ণন ও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মিক্সড গ্যাস উৎপাদন এবং সরবরাহ করা শুরু করে। আর এভাবেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের বাজারে একটি সুদৃঢ় অবস্থান তৈরি হয়। বর্তমানে ক্রমান্বয়ে কম্প্রেড মেডিকেল এয়ার, নাইট্রাস অক্সাইড, মেডিকেল কার্বন ডাই অক্সাইড, মেডিকেল নাইট্রোজেন ও বিভিন্ন ধরনের মেডিকেল মিক্সড গ্যাস উৎপাদন ও সরবরাহ করে চলছে। যেখানে নিরবিচ্ছন্নভাবে গ্রাহকরা ২৪ ঘন্টা সেবাসমূহ পেয়ে থাকে।

কোম্পানিটির আইপিওর ব্যবস্থাপনার (ইস্যু ম্যানেজার) দায়িত্ব রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা/এমটি