০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শেয়ারবাজারের লেনদেন বাড়লো ৩০ মিনিট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / ৪২১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবার ১২ ও ১৩ এপ্রিলের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকিং লেনদেনের সময়সূচি ৩০ মিনিট বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনের সময়ও ৩০ আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সোমবারও মঙ্গলবার আরও আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ২দিন লেনদেন আধা ঘন্টা বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ এপ্রিলের সার্কুলারের অনুবৃত্তিক্রমে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে অপরাহ্ন ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

শেয়ারবাজারের লেনদেন বাড়লো ৩০ মিনিট

আপডেট: ০৮:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবার ১২ ও ১৩ এপ্রিলের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকিং লেনদেনের সময়সূচি ৩০ মিনিট বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনের সময়ও ৩০ আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সোমবারও মঙ্গলবার আরও আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ২দিন লেনদেন আধা ঘন্টা বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ এপ্রিলের সার্কুলারের অনুবৃত্তিক্রমে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে অপরাহ্ন ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঢাকা/এসএ