১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সরকারি চিনি শিল্পে লোকসান সাড়ে ৯ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৪১৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সরকারি চিনি শিল্পে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯৬ কোটি টাকা। রোববার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ লোকসানের হিসাব দেয়া হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে মোট চিনিকল আছে ১৬টি।

এতে বলা হয়, লোকসান কমিয়ে আনার লক্ষ্যে ২০২০-২১ মাড়াই মৌসুমে ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়েছিল। বর্তমানে বিএসএফআইসি ও তার অধীন কারখানাগুলোয় মোট পদ আছে ১৭ হাজার ২৮৩টি। এর মধ্যে ৮ হাজার ৫১৩ টি পদ শূন্য। আর্থিক সংকটের কারণে জনবল নিয়োগ বন্ধ আছে।

বৈঠকে বিএমআরই অব কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড প্রথম সংশোধনী প্রকল্পে যন্ত্রাংশ চুরি এবং বিএসইসির গাজী ওয়্যার লিমিটেড শক্তিশালী এবং আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় জানায়, যন্ত্রাংশ চুরির বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা একটি প্রতিবেদন দিয়েছে। যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির বিষয়ে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। তারা প্রতিবেদন দিয়েছে। সে অনুযায়ী অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা চলমান।

আরও পড়ুন: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ২০ শতাংশ

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী ওয়্যার লিমিটেড শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়ে দ্রুত জরুরি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান এবং মো. শফিউল ইসলাম বৈঠকে অংশ নেন

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সরকারি চিনি শিল্পে লোকসান সাড়ে ৯ হাজার কোটি টাকা

আপডেট: ০২:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: সরকারি চিনি শিল্পে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯৬ কোটি টাকা। রোববার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ লোকসানের হিসাব দেয়া হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে মোট চিনিকল আছে ১৬টি।

এতে বলা হয়, লোকসান কমিয়ে আনার লক্ষ্যে ২০২০-২১ মাড়াই মৌসুমে ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়েছিল। বর্তমানে বিএসএফআইসি ও তার অধীন কারখানাগুলোয় মোট পদ আছে ১৭ হাজার ২৮৩টি। এর মধ্যে ৮ হাজার ৫১৩ টি পদ শূন্য। আর্থিক সংকটের কারণে জনবল নিয়োগ বন্ধ আছে।

বৈঠকে বিএমআরই অব কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড প্রথম সংশোধনী প্রকল্পে যন্ত্রাংশ চুরি এবং বিএসইসির গাজী ওয়্যার লিমিটেড শক্তিশালী এবং আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় জানায়, যন্ত্রাংশ চুরির বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা একটি প্রতিবেদন দিয়েছে। যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির বিষয়ে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। তারা প্রতিবেদন দিয়েছে। সে অনুযায়ী অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা চলমান।

আরও পড়ুন: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ২০ শতাংশ

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী ওয়্যার লিমিটেড শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়ে দ্রুত জরুরি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান এবং মো. শফিউল ইসলাম বৈঠকে অংশ নেন

ঢাকা/এসএ