০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সহসাই যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রীকে রাশিয়ার রাষ্ট্রদূত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যানতিতস্কি। আজ বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই আশা প্রকাশ করেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার যে ভূমিকা, এমনকি মুক্তিযুদ্ধের পরেও রাশিয়া আমাদের দেশ গঠনে যে ভূমিকা রেখেছে, সেটি আমি স্মরণ করেছি। তাকে ধন্যবাদ জানিয়েছি। একইসঙ্গে যুদ্ধ সম্পর্কে আমাদের দেশের যে অবস্থান সেটিও তার সঙ্গে আলোচনা করেছি।

আরও পড়ুন: ‘১৫ দিনের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ’

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা পৃথিবীতে যুদ্ধ চাই না, যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনে না। একইসঙ্গে স্যাংকশন (নিষেধাজ্ঞা), পাল্টা স্যাংকশন এগুলোও কারও জন্য মঙ্গল বয়ে আনে না। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আমাদের সরকারের যে অবস্থান, সেটি তাকে জানিয়েছি। আমি তাকে বলেছি যে, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে সবার জন্যই মঙ্গলকর। জিজ্ঞেস করেছি যে যুদ্ধ কখন শেষ হবে। তিনি বলেছেন, আশা করি খুব সহসা যুদ্ধ সমাপ্ত হবে। তিনি আশার কথা বলেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও জানান, এছাড়াও ২০১৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা ও রাশিয়ার ইতারতাসের মধ্যে সংবাদ আদান প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটিকে চুক্তিতে রূপান্তরের জন্য তিনি প্রস্তাব রেখেছেন। রাশিয়ার অপর সংবাদ সংস্থা স্পুৎনিকের সঙ্গেও আমাদের বাসসের সংবাদ আদান প্রদানের প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে অনেক দেশের সিরিয়াল চলে। সেখানে রাশিয়ার সিরিয়ালও বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেন। আমি বলেছি আপনারা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে প্রস্তাব রাখতে পারেন। তারা যদি আগ্রহী হয়, তাহলে সেটা হতে পারে। একটি টিভি চ্যানেলে একসঙ্গে একটি সিরিয়ালই প্রচার করা যায়। কথা হয়েছে সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি নিয়েও।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সহসাই যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রীকে রাশিয়ার রাষ্ট্রদূত

আপডেট: ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যানতিতস্কি। আজ বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই আশা প্রকাশ করেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার যে ভূমিকা, এমনকি মুক্তিযুদ্ধের পরেও রাশিয়া আমাদের দেশ গঠনে যে ভূমিকা রেখেছে, সেটি আমি স্মরণ করেছি। তাকে ধন্যবাদ জানিয়েছি। একইসঙ্গে যুদ্ধ সম্পর্কে আমাদের দেশের যে অবস্থান সেটিও তার সঙ্গে আলোচনা করেছি।

আরও পড়ুন: ‘১৫ দিনের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ’

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা পৃথিবীতে যুদ্ধ চাই না, যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনে না। একইসঙ্গে স্যাংকশন (নিষেধাজ্ঞা), পাল্টা স্যাংকশন এগুলোও কারও জন্য মঙ্গল বয়ে আনে না। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আমাদের সরকারের যে অবস্থান, সেটি তাকে জানিয়েছি। আমি তাকে বলেছি যে, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে সবার জন্যই মঙ্গলকর। জিজ্ঞেস করেছি যে যুদ্ধ কখন শেষ হবে। তিনি বলেছেন, আশা করি খুব সহসা যুদ্ধ সমাপ্ত হবে। তিনি আশার কথা বলেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও জানান, এছাড়াও ২০১৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা ও রাশিয়ার ইতারতাসের মধ্যে সংবাদ আদান প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেটিকে চুক্তিতে রূপান্তরের জন্য তিনি প্রস্তাব রেখেছেন। রাশিয়ার অপর সংবাদ সংস্থা স্পুৎনিকের সঙ্গেও আমাদের বাসসের সংবাদ আদান প্রদানের প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে অনেক দেশের সিরিয়াল চলে। সেখানে রাশিয়ার সিরিয়ালও বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেন। আমি বলেছি আপনারা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে প্রস্তাব রাখতে পারেন। তারা যদি আগ্রহী হয়, তাহলে সেটা হতে পারে। একটি টিভি চ্যানেলে একসঙ্গে একটি সিরিয়ালই প্রচার করা যায়। কথা হয়েছে সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি নিয়েও।

ঢাকা/টিএ