০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাত খাতে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / ৫৭২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের জন্য সাতটি খাতে উজ্জ্বল সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। খাতগুলো হলো পরিবহন ও লজিস্টিকস, জ্বালানি, আর্থিক সেবা, হালকা প্রকৌশল, কৃষি বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং ওষুধ। বিনিয়োগ আকৃষ্ট করতে কিছু খাতে সংস্কারের পরামর্শও দিয়েছে আইএফসি। এগুলো হলো স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীর জন্য সহায়ক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি; আর্থিক খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণ; অবকাঠামো উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা।

আইএফসি গতকাল বুধবার বাংলাদেশ প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি) প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশের বেসরকারি খাত সম্পর্কে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফসির আঞ্চলিক অর্থনীতিবিদ জুলিয়া মিরুনোভা।

আইএফসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৪ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। নতুন করে আরও অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। এ থেকে বের হওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার ইকুইটিভিত্তিক বা কোম্পানিনির্ভর। কিন্তু বেসরকারি খাতের অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার ব্যবহৃত হয় না। বন্ডের মাধ্যমে কীভাবে বিনিয়োগের সুযোগ তৈরি করা যায়, তা নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। শিগগিরই আমরা একটি শক্তিশালী বন্ড বাজার দেখব।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সালমান এফ রহমান আরও বলেন, করপোরেট খাতের ব্যালান্স সিটে স্বচ্ছতা আনা খুবই জরুরি। এ ক্ষেত্রে সঠিক নিরীক্ষা প্রতিবেদন তৈরির ওপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, করোনার প্রেক্ষাপটেও বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে। অর্থনীতির সক্ষমতা যে বেড়েছে, তা এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, ‘বিনিয়োগের জন্য অর্থায়নের খরচ (সুদের হার) কমাতে হবে। তাহলে চীন ও ভিয়েতনামের প্রতিষ্ঠানের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারব।’

আইএফসির এশিয়া ও প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট আলফনসো গার্সিয়া মোরা বলেন, কোভিড-১৯ থেকে উত্তরণের পর্যায়ে থাকায় বাংলাদেশে সংস্কারের প্রয়োজনীয়তা দৃঢ় হয়েছে।

করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য কী দরকার—এমন প্রসঙ্গে প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ বলেন, বেসরকারি খাতের দক্ষতা বাড়লে ঋণ নেওয়ার সক্ষমতা বাড়বে। ব্যালান্স সিটের ব্যবস্থাপনা ও স্বচ্ছতা থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন প্রমুখ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

সাত খাতে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল

আপডেট: ০৪:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের জন্য সাতটি খাতে উজ্জ্বল সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। খাতগুলো হলো পরিবহন ও লজিস্টিকস, জ্বালানি, আর্থিক সেবা, হালকা প্রকৌশল, কৃষি বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং ওষুধ। বিনিয়োগ আকৃষ্ট করতে কিছু খাতে সংস্কারের পরামর্শও দিয়েছে আইএফসি। এগুলো হলো স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীর জন্য সহায়ক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি; আর্থিক খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণ; অবকাঠামো উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা।

আইএফসি গতকাল বুধবার বাংলাদেশ প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি) প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশের বেসরকারি খাত সম্পর্কে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফসির আঞ্চলিক অর্থনীতিবিদ জুলিয়া মিরুনোভা।

আইএফসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৪ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। নতুন করে আরও অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। এ থেকে বের হওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার ইকুইটিভিত্তিক বা কোম্পানিনির্ভর। কিন্তু বেসরকারি খাতের অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার ব্যবহৃত হয় না। বন্ডের মাধ্যমে কীভাবে বিনিয়োগের সুযোগ তৈরি করা যায়, তা নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। শিগগিরই আমরা একটি শক্তিশালী বন্ড বাজার দেখব।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সালমান এফ রহমান আরও বলেন, করপোরেট খাতের ব্যালান্স সিটে স্বচ্ছতা আনা খুবই জরুরি। এ ক্ষেত্রে সঠিক নিরীক্ষা প্রতিবেদন তৈরির ওপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, করোনার প্রেক্ষাপটেও বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে। অর্থনীতির সক্ষমতা যে বেড়েছে, তা এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, ‘বিনিয়োগের জন্য অর্থায়নের খরচ (সুদের হার) কমাতে হবে। তাহলে চীন ও ভিয়েতনামের প্রতিষ্ঠানের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারব।’

আইএফসির এশিয়া ও প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট আলফনসো গার্সিয়া মোরা বলেন, কোভিড-১৯ থেকে উত্তরণের পর্যায়ে থাকায় বাংলাদেশে সংস্কারের প্রয়োজনীয়তা দৃঢ় হয়েছে।

করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য কী দরকার—এমন প্রসঙ্গে প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ বলেন, বেসরকারি খাতের দক্ষতা বাড়লে ঋণ নেওয়ার সক্ষমতা বাড়বে। ব্যালান্স সিটের ব্যবস্থাপনা ও স্বচ্ছতা থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন প্রমুখ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: