০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাত বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ৪১০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; করোনা মহামারির ধকল কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে তেলের বাজার। দফায় দফায় দাম বেড়ে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮০ ডলারে উঠে গেছে। যা গত সাত বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।

গত বছরের নভেম্বর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। নতুন করে তা আরও বাড়তে শুরু করে চলতি বছরের জুন থেকে। গত জুনে করোনার প্রকোপের মধ্যে ২০১৮ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে গত এক সপ্তাহে বড় উত্থানের পর বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারে রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ৮০ ডলার ছুঁয়েছিল। এই মুহূর্তে অপরিশোধিত তেলের পাশাপাশি `ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলে’র দামও অবস্থান করছে সাত বছরের মধ্যে সর্বোচ্চে।

গত এক মাসে বিশ্ববাজারে প্রায় ১৭ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এ ছাড়া প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আর ১৭ শতাংশের ওপরে বেড়েছে হান্টিং অয়েলের দাম।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১ দশমিক ২৯ ডলার বেড়ে ৭৯ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের। যা মাসের ব্যবধানে এই বৃদ্ধির পরিমাণ ১৬ দশমিক ৮০ শতাংশ।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৬৩ ডলার বেড়ে ৮২ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। মাসের ব্যবধানে যা ১৫ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া গেল সপ্তাহে ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম উঠে এসেছে ২ দশমিক ৪৭ ডলারে। মাসের ব্যবধানে যা ১৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

সাত বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আপডেট: ১১:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক; করোনা মহামারির ধকল কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে তেলের বাজার। দফায় দফায় দাম বেড়ে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮০ ডলারে উঠে গেছে। যা গত সাত বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।

গত বছরের নভেম্বর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। নতুন করে তা আরও বাড়তে শুরু করে চলতি বছরের জুন থেকে। গত জুনে করোনার প্রকোপের মধ্যে ২০১৮ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে গত এক সপ্তাহে বড় উত্থানের পর বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারে রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ৮০ ডলার ছুঁয়েছিল। এই মুহূর্তে অপরিশোধিত তেলের পাশাপাশি `ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলে’র দামও অবস্থান করছে সাত বছরের মধ্যে সর্বোচ্চে।

গত এক মাসে বিশ্ববাজারে প্রায় ১৭ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এ ছাড়া প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আর ১৭ শতাংশের ওপরে বেড়েছে হান্টিং অয়েলের দাম।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১ দশমিক ২৯ ডলার বেড়ে ৭৯ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের। যা মাসের ব্যবধানে এই বৃদ্ধির পরিমাণ ১৬ দশমিক ৮০ শতাংশ।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৬৩ ডলার বেড়ে ৮২ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। মাসের ব্যবধানে যা ১৫ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া গেল সপ্তাহে ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম উঠে এসেছে ২ দশমিক ৪৭ ডলারে। মাসের ব্যবধানে যা ১৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

ঢাকা/এমটি