০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সালমানের পরিবর্তে ‘বিগ বস’-এ নতুন মুখ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪১৬১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের অন্যতম জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’। এক যুগ ধরে এটি সঞ্চালনা করে আসছেন সালমান খান। তাই ‘বিগ বস’ আর সালমান একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সেই ভাইজানের বদলে কিনা সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে করন জোহরকে!

শুনে টিভিপ্রেমীরা বিস্মিত হতে পারেন। তবে সাময়িক সময়ের জন্য এটাই সত্যি। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান। তাই আগামী কিছুদিন ‘বিগ বস সিজন ১৬’-এর শুটিং করতে পারবেন না। চিকিৎসকের কড়া নির্দেশনা, কোনও শারীরিক পরিশ্রম করা যাবে না।

আরও পড়ুন: মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা

এদিকে কয়েকদিন পরই নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং শিডিউল। তাই ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর সেখানে ছুটে যাবেন ভাইজান। সুতরাং বিগ বসের ঘরে হাঁকডাক দিতে দেখা যাবে না তাকে। তার পরিবর্তে কিছুদিনের জন্য সঞ্চালক হিসেবে করন জোহরকে বেছে নিয়েছে কালারস টিভি।

প্রশ্ন উঠতে পারে, এত এত তারকা-অভিনেতা থাকতে কেন করন জোহর? এর উত্তরও সহজ। গেলো বছর ‘বিগ বস ওটিটি’ মাতিয়েছেন এই নির্মাতা-প্রযোজক। ভূট নামের ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হয়েছিলো সেটি এবং জনপ্রিয়তাও পেয়েছিলো বেশ। তাই অভিজ্ঞতার নিরিখে করনকেই নেওয়া হয়েছে।

‘বিগ বস’র এই সিজনে লড়ছেন টিনা দত্ত, সুম্বুল তৌকীর, শালিন ভানত, অর্চনা গৌতম, শিভ ঠাকরে, গৌতম সিং ভিগ, সাজিদ খান, আব্দু রজিকসহ অনেকে।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘বিগ বস’-এর সূচনা হয়েছিলো। সে বছর এটি সঞ্চালনা করেন আরশাদ ওয়ার্সি। এরপর শিল্পা শেঠি, অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিলো সঞ্চালকের ভূমিকায়। ২০১০ সালে সালমান খান যুক্ত হন এতে। এরপরের বছর অবশ্য সঞ্জয় দত্ত সঞ্চালক হয়েছিলেন। কিন্তু পোষায়নি টিভি-প্রযোজকের। তাই ফের সালমানেই ভরসা এবং এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সালমানের পরিবর্তে ‘বিগ বস’-এ নতুন মুখ

আপডেট: ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের অন্যতম জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’। এক যুগ ধরে এটি সঞ্চালনা করে আসছেন সালমান খান। তাই ‘বিগ বস’ আর সালমান একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সেই ভাইজানের বদলে কিনা সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে করন জোহরকে!

শুনে টিভিপ্রেমীরা বিস্মিত হতে পারেন। তবে সাময়িক সময়ের জন্য এটাই সত্যি। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান। তাই আগামী কিছুদিন ‘বিগ বস সিজন ১৬’-এর শুটিং করতে পারবেন না। চিকিৎসকের কড়া নির্দেশনা, কোনও শারীরিক পরিশ্রম করা যাবে না।

আরও পড়ুন: মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা

এদিকে কয়েকদিন পরই নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং শিডিউল। তাই ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর সেখানে ছুটে যাবেন ভাইজান। সুতরাং বিগ বসের ঘরে হাঁকডাক দিতে দেখা যাবে না তাকে। তার পরিবর্তে কিছুদিনের জন্য সঞ্চালক হিসেবে করন জোহরকে বেছে নিয়েছে কালারস টিভি।

প্রশ্ন উঠতে পারে, এত এত তারকা-অভিনেতা থাকতে কেন করন জোহর? এর উত্তরও সহজ। গেলো বছর ‘বিগ বস ওটিটি’ মাতিয়েছেন এই নির্মাতা-প্রযোজক। ভূট নামের ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হয়েছিলো সেটি এবং জনপ্রিয়তাও পেয়েছিলো বেশ। তাই অভিজ্ঞতার নিরিখে করনকেই নেওয়া হয়েছে।

‘বিগ বস’র এই সিজনে লড়ছেন টিনা দত্ত, সুম্বুল তৌকীর, শালিন ভানত, অর্চনা গৌতম, শিভ ঠাকরে, গৌতম সিং ভিগ, সাজিদ খান, আব্দু রজিকসহ অনেকে।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘বিগ বস’-এর সূচনা হয়েছিলো। সে বছর এটি সঞ্চালনা করেন আরশাদ ওয়ার্সি। এরপর শিল্পা শেঠি, অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিলো সঞ্চালকের ভূমিকায়। ২০১০ সালে সালমান খান যুক্ত হন এতে। এরপরের বছর অবশ্য সঞ্জয় দত্ত সঞ্চালক হয়েছিলেন। কিন্তু পোষায়নি টিভি-প্রযোজকের। তাই ফের সালমানেই ভরসা এবং এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/টিএ