১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সিকিম সীমান্তে চীন-ভারত তুমুল সংঘর্ষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / ৪১২৭ বার দেখা হয়েছে

FILE - In this Saturday, Jan. 28, 2012 file photo, U.S. soldiers, part of the NATO- led International Security Assistance Force (ISAF) walks, as a U.S. Chinook helicopter is seen on the back ground near the place where the foundation of a hospital was laid in Shindand, Herat, west of Kabul, Afghanistan. The phrases to describe some of the looming foreign policy challenges for U.S. President Barack Obama didn't even exist when he took the oath of office the first time: the Arab Spring, the Fordo Facility housing Iran's underground uranium enrichment labs, the stealth power of new viruses bearing names such as Stuxnet and Flame in the shadow world of cyber-sabotage. While the war in Afghanistan, now in its 12th year, was barely a topic on the campaign trail, the country will certainly command a great deal of Obama's attention in his second term. Obama soon will receive his top military officials' recommendations about how fast to withdraw the roughly 66,000 U.S. troops still in Afghanistan. The first 33,000 American troops withdrew by the end of September.(AP Photo/Hoshang Hashimi, File)

লাদাখের গালওয়ানে ভারত এবং চীনা সেনার সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশের বাহিনীর সেনা সদস্যরা।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে দেশটির গণমাধ্যম আনন্দবাজারের দাবি, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চীনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

তারা আরও জানায়, গালওয়ানের মতই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবলভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চীনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। আহত হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।

ঘটনার জেরে থমথমে ওই এলাকার পরিস্থিতি। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকুলার ওই ঘটনায় ভারত-চীন সীমান্ত সংঘাত আবার ভিন্ন মাত্রা পেল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

শেয়ার করুন

x
English Version

সিকিম সীমান্তে চীন-ভারত তুমুল সংঘর্ষ

আপডেট: ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

লাদাখের গালওয়ানে ভারত এবং চীনা সেনার সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশের বাহিনীর সেনা সদস্যরা।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে দেশটির গণমাধ্যম আনন্দবাজারের দাবি, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চীনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

তারা আরও জানায়, গালওয়ানের মতই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবলভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চীনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। আহত হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।

ঘটনার জেরে থমথমে ওই এলাকার পরিস্থিতি। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকুলার ওই ঘটনায় ভারত-চীন সীমান্ত সংঘাত আবার ভিন্ন মাত্রা পেল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।