০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। আজ সোমবার (২৫ অক্টোবর) ভোরে অজ্ঞাত সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘেরাও করার পর তাকে গৃহবন্দি করে। আল হাদাথ টিভির বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সুদানের আল হাদাছ টিভি এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করার পাশাপাশি সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা দেশটির চারজন মন্ত্রী এবং একজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে। হামদককে গৃহবন্দি করার আগেই তাদেরকে আটক করা হয়।

ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা কর্মীরা। সুদানের প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাসহ মোট উচ্চ পদস্থ তিনজন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

রয়টার্স লিখেছে, খার্তুমে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথা বলছেন অনেকে। সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে খবর দিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম।গত মাসে সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল৷ তার অপসারণের পর একটি রাজনৈতিক রূপান্তর হয়েছিল যার মাধ্যমে ২০২৩ সালের শেষ নাগাদ একটি নির্বাচনের আশা করা হচ্ছিল।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা

আপডেট: ১১:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। আজ সোমবার (২৫ অক্টোবর) ভোরে অজ্ঞাত সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘেরাও করার পর তাকে গৃহবন্দি করে। আল হাদাথ টিভির বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সুদানের আল হাদাছ টিভি এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করার পাশাপাশি সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা দেশটির চারজন মন্ত্রী এবং একজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে। হামদককে গৃহবন্দি করার আগেই তাদেরকে আটক করা হয়।

ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা কর্মীরা। সুদানের প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাসহ মোট উচ্চ পদস্থ তিনজন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

রয়টার্স লিখেছে, খার্তুমে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথা বলছেন অনেকে। সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে খবর দিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম।গত মাসে সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল৷ তার অপসারণের পর একটি রাজনৈতিক রূপান্তর হয়েছিল যার মাধ্যমে ২০২৩ সালের শেষ নাগাদ একটি নির্বাচনের আশা করা হচ্ছিল।

ঢাকা/এমটি