০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সূচকের উত্থানে সর্বোচ্চ অবদান পাঁচ কোম্পানির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ৪৩৫৫ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৭ মে) প্রধান মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সকাল থেকেই সূচকের উত্থান পতনের মিশ্রাবস্থায় পরেও দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক চার পয়েন্ট বেড়েছে। সূচকের এই উত্থানে সর্বোচ্চ অবদান পাঁচ কোম্পানির। সূচকের উত্থানে পাঁচ কোম্পানির সম্বলিত অবদান ছিল ৬.০১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির বা ২৮.৮ শতাংশ, কমেছে ৬৬টির বা ১৮.৩ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির বা ৫২.৯ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২ কোটি ৩১ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, সূচক বাড়ায় সবচেয়ে বেশি অবদান সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। সূচকের উত্থানে কোম্পানিটির অবদান ছিল ২.৭৬ পয়েন্ট। আজ কোম্পানিটির ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২১২ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২০০.৯ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ১১.১ টাকা বা ৫.৫৩ শতাংশ।

আরও পড়ুন: ডিএসইর এসএমই মার্কেটে চালু হচ্ছে ব্লক লেনদেন

এর পরের স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের সূচকের উত্থানে অবদান ছিল .৯৪ পয়েন্ট। আজ কোম্পানিটির ১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৯.৮ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ২.৮ টাকা বা ৩.৬৪ শতাংশ।

সূচক বাড়ায় ০.৯২ পয়েন্ট অবদান রেখে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫.১ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪.৪ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে .৭ টাকা বা ৪.৮৬ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট সূচক বাড়ায় অবদান ০.৭৩ পয়েন্ট। আজ কোম্পানিটির ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮৫ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৭৮.৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৬.৩ টাকা বা ২.২৬ শতাংশ।

সূচক বাড়ায় ০.৬৬ পয়েন্ট অবদান রেখে তালিকার ৫ম স্থানে রয়েছে আলহাজ্জ টেক্সটাইল। আজ কোম্পানিটির ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৮.৮০ টাকা। কোম্পানিটির শুরুর দর ছিল ১৫৩.৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৫.১ টাকা বা ৪.৮৬ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ন্যাশনাল টির শেয়ার

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ৪৭ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮১টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত ছিল ১২২টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সূচকের উত্থানে সর্বোচ্চ অবদান পাঁচ কোম্পানির

আপডেট: ০৪:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৭ মে) প্রধান মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সকাল থেকেই সূচকের উত্থান পতনের মিশ্রাবস্থায় পরেও দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক চার পয়েন্ট বেড়েছে। সূচকের এই উত্থানে সর্বোচ্চ অবদান পাঁচ কোম্পানির। সূচকের উত্থানে পাঁচ কোম্পানির সম্বলিত অবদান ছিল ৬.০১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির বা ২৮.৮ শতাংশ, কমেছে ৬৬টির বা ১৮.৩ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির বা ৫২.৯ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২ কোটি ৩১ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, সূচক বাড়ায় সবচেয়ে বেশি অবদান সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। সূচকের উত্থানে কোম্পানিটির অবদান ছিল ২.৭৬ পয়েন্ট। আজ কোম্পানিটির ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২১২ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২০০.৯ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ১১.১ টাকা বা ৫.৫৩ শতাংশ।

আরও পড়ুন: ডিএসইর এসএমই মার্কেটে চালু হচ্ছে ব্লক লেনদেন

এর পরের স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের সূচকের উত্থানে অবদান ছিল .৯৪ পয়েন্ট। আজ কোম্পানিটির ১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৯.৮ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ২.৮ টাকা বা ৩.৬৪ শতাংশ।

সূচক বাড়ায় ০.৯২ পয়েন্ট অবদান রেখে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫.১ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪.৪ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে .৭ টাকা বা ৪.৮৬ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট সূচক বাড়ায় অবদান ০.৭৩ পয়েন্ট। আজ কোম্পানিটির ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮৫ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৭৮.৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৬.৩ টাকা বা ২.২৬ শতাংশ।

সূচক বাড়ায় ০.৬৬ পয়েন্ট অবদান রেখে তালিকার ৫ম স্থানে রয়েছে আলহাজ্জ টেক্সটাইল। আজ কোম্পানিটির ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৮.৮০ টাকা। কোম্পানিটির শুরুর দর ছিল ১৫৩.৭ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৫.১ টাকা বা ৪.৮৬ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ন্যাশনাল টির শেয়ার

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ৪৭ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮১টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত ছিল ১২২টির।

ঢাকা/এসএ