০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

স্বতন্ত্র পরিচালকদের মানদণ্ড নির্ধারণে প্যানেল গঠনের সিদ্ধান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / ৪৪৭৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণে একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিএসইসির ৭২৫তম নিয়মিত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করপোরেট গর্ভন্যান্স কোড (সিজিসি) এর বর্ণিত স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণপূর্বক একটি স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির শেষে এ ব্যাপারে প্রয়োজনীয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজে/জেডএইচ

শেয়ার করুন

x
English Version

স্বতন্ত্র পরিচালকদের মানদণ্ড নির্ধারণে প্যানেল গঠনের সিদ্ধান্ত

আপডেট: ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণে একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিএসইসির ৭২৫তম নিয়মিত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করপোরেট গর্ভন্যান্স কোড (সিজিসি) এর বর্ণিত স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণপূর্বক একটি স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির শেষে এ ব্যাপারে প্রয়োজনীয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজে/জেডএইচ