১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আছে, সুযোগও আছে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ৪২১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সঙ্গে আরও  অনেক সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশের লজিস্টিক খাতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি শ্বেতপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নরডিক চেম্বার বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। এর একটি হচ্ছে লজিস্টিক, জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘আমরা অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি চাইছি।’ সরকার এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

শ্বেতপত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— লজিস্টিককে গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি, লাইসেন্স নবায়ন সহজিকরণ ও ডিজিটাইজেশনসহ অন্যান্য।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আছে, সুযোগও আছে’

আপডেট: ০৪:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সঙ্গে আরও  অনেক সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশের লজিস্টিক খাতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি শ্বেতপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নরডিক চেম্বার বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। এর একটি হচ্ছে লজিস্টিক, জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘আমরা অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি চাইছি।’ সরকার এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

শ্বেতপত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— লজিস্টিককে গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি, লাইসেন্স নবায়ন সহজিকরণ ও ডিজিটাইজেশনসহ অন্যান্য।

ঢাকা/এসএ