১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ৪১৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাড়ি চলাচলে প্রশাসনের বাধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ ধর্মঘটের কথা জানান জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।

জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এগুলো শহরে যানজট সৃষ্টি করলেও তাদের বন্ধ করা হচ্ছে না।

তিনি বলেন, আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহণ বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিহত করুন: প্রধানমন্ত্রী

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জানান, কিছু দিন পূর্বেই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলেই একটি সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা শহরে প্রবেশ করবে না। যানজট নিরসনে তারা শহরের বাইরে থাকবে। এতদিন তারা বাইরে ছিলও। কিন্তু হঠাৎ বুধবার তারা শহরে প্রবেশ করতে শুরু করে। তাদের শহরের বাইরে পূর্বের স্থানেই থাকতে বলা হয়েছে। ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি মানা যাবে না। তবে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে আলোচনা করব।

উল্লেখ্য, সিলেটে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবার হবিগঞ্জে অন্য কারণ দেখিয়ে পরিবহণ ধর্মঘট আহবান করা হলো।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

আপডেট: ০৬:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাড়ি চলাচলে প্রশাসনের বাধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ ধর্মঘটের কথা জানান জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।

জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এগুলো শহরে যানজট সৃষ্টি করলেও তাদের বন্ধ করা হচ্ছে না।

তিনি বলেন, আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহণ বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিহত করুন: প্রধানমন্ত্রী

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জানান, কিছু দিন পূর্বেই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলেই একটি সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা শহরে প্রবেশ করবে না। যানজট নিরসনে তারা শহরের বাইরে থাকবে। এতদিন তারা বাইরে ছিলও। কিন্তু হঠাৎ বুধবার তারা শহরে প্রবেশ করতে শুরু করে। তাদের শহরের বাইরে পূর্বের স্থানেই থাকতে বলা হয়েছে। ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি মানা যাবে না। তবে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে আলোচনা করব।

উল্লেখ্য, সিলেটে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবার হবিগঞ্জে অন্য কারণ দেখিয়ে পরিবহণ ধর্মঘট আহবান করা হলো।

ঢাকা/এসএ