০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

১০৫ কোটি টাকা আয় করবে বিডি ফাইন্যান্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ৪৬৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশের অবকাঠামো খাতে ২০০ কোটি ডলার অর্থায়নের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপের (এসআইজি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স)। এ চুক্তি বাস্তবায়নের পরে কোম্পানির আর্থিক পারফরম্যান্সে কী প্রভাব পড়বে সে বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে গতকাল কোম্পানিটি জানিয়েছে, এক্ষেত্রে তাদের ফি বাবদ ১০৫ কোটি টাকা আয় হতে পারে।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, এসআইজির সঙ্গে অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অর্থায়নের জন্য একটি ফি-ভিত্তিক প্লাটফর্ম গড়ে তোলা, যার মাধ্যমে ব্যালান্স শিটের ঝুঁকি কমানোর পাশাপাশি ফি-ভিত্তিক আয়ের মাধ্যমে কোম্পানির ব্যালান্স শিটকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করা যায়। অর্থায়নের খাত ও প্রকৃতিভেদে ফির পরিমাণ ১ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে কোম্পানিটি জানিয়েছে।

জানতে চাইলে বিডি ফাইন্যান্সের এমডি ও সিইও কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ২০০ কোটি ডলারের মধ্যে ৪ কোটি ডলার আমরা নিজেরা দেশের বিভিন্ন খাতে অর্থায়ন করব। আর বাকিটা এসআইজির মাধ্যমে অর্থায়ন করা হবে। তবে এক্ষেত্রে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ বিষয়ে এসআইজির কাছে প্রতিবেদন দেবে বিডি ফাইন্যান্স। যার ভিত্তিতে তারা সেই প্রকল্পে অর্থায়ন করবে। আর এ কাজের জন্য আমাদের ফি দেয়া হবে। যদি ২০০ কোটি ডলারের পুরোটাই অর্থায়ন করা হয় তাহলে সব মিলিয়ে এখান থেকে ফি বাবদ বিডি ফাইন্যান্সের ১০৫ কোটি টাকার মতো আয় হতে পারে বলে জানান তিনি।

সম্প্রতি এ চুক্তির বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডি ফাইন্যান্স জানায়, প্রাথমিক পর্যায়ে এসআইজি বিডি ফাইন্যান্সকে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, সবুজ অর্থায়ন প্রকল্প, নারী উদ্যোক্তা, সামাজিক আবাসন ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ এবং এসআইজির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি নক্স।

বিজ্ঞপ্তিতে বিডি ফাইন্যান্স জানিয়েছে, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশে মার্কিন প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করবে বিডি ফাইন্যান্স। আর সে লক্ষ্যেই সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ এবং বিডি ফাইন্যান্সের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক কাঠামো গঠন করা হবে। উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থ ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে যা সহায়তা করবে। এ চুক্তির মাধ্যমে সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ বিডি ফাইন্যান্সের ন্যূনতম ৪ শতাংশ অংশীদার হবে। সেই সঙ্গে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের তাদের প্রতিনিধিও থাকবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

১০৫ কোটি টাকা আয় করবে বিডি ফাইন্যান্স

আপডেট: ০৪:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশের অবকাঠামো খাতে ২০০ কোটি ডলার অর্থায়নের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপের (এসআইজি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স)। এ চুক্তি বাস্তবায়নের পরে কোম্পানির আর্থিক পারফরম্যান্সে কী প্রভাব পড়বে সে বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে গতকাল কোম্পানিটি জানিয়েছে, এক্ষেত্রে তাদের ফি বাবদ ১০৫ কোটি টাকা আয় হতে পারে।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, এসআইজির সঙ্গে অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অর্থায়নের জন্য একটি ফি-ভিত্তিক প্লাটফর্ম গড়ে তোলা, যার মাধ্যমে ব্যালান্স শিটের ঝুঁকি কমানোর পাশাপাশি ফি-ভিত্তিক আয়ের মাধ্যমে কোম্পানির ব্যালান্স শিটকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করা যায়। অর্থায়নের খাত ও প্রকৃতিভেদে ফির পরিমাণ ১ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে কোম্পানিটি জানিয়েছে।

জানতে চাইলে বিডি ফাইন্যান্সের এমডি ও সিইও কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ২০০ কোটি ডলারের মধ্যে ৪ কোটি ডলার আমরা নিজেরা দেশের বিভিন্ন খাতে অর্থায়ন করব। আর বাকিটা এসআইজির মাধ্যমে অর্থায়ন করা হবে। তবে এক্ষেত্রে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ বিষয়ে এসআইজির কাছে প্রতিবেদন দেবে বিডি ফাইন্যান্স। যার ভিত্তিতে তারা সেই প্রকল্পে অর্থায়ন করবে। আর এ কাজের জন্য আমাদের ফি দেয়া হবে। যদি ২০০ কোটি ডলারের পুরোটাই অর্থায়ন করা হয় তাহলে সব মিলিয়ে এখান থেকে ফি বাবদ বিডি ফাইন্যান্সের ১০৫ কোটি টাকার মতো আয় হতে পারে বলে জানান তিনি।

সম্প্রতি এ চুক্তির বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডি ফাইন্যান্স জানায়, প্রাথমিক পর্যায়ে এসআইজি বিডি ফাইন্যান্সকে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, সবুজ অর্থায়ন প্রকল্প, নারী উদ্যোক্তা, সামাজিক আবাসন ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ এবং এসআইজির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি নক্স।

বিজ্ঞপ্তিতে বিডি ফাইন্যান্স জানিয়েছে, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশে মার্কিন প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করবে বিডি ফাইন্যান্স। আর সে লক্ষ্যেই সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ এবং বিডি ফাইন্যান্সের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক কাঠামো গঠন করা হবে। উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থ ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে যা সহায়তা করবে। এ চুক্তির মাধ্যমে সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ বিডি ফাইন্যান্সের ন্যূনতম ৪ শতাংশ অংশীদার হবে। সেই সঙ্গে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের তাদের প্রতিনিধিও থাকবে।

ঢাকা/এসএ