১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

১৪ হাজার টাকায় দেশের বাজারে রেডমি ৯

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। স্মার্টফোনটিতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট।

রেডমি ৯ বাংলাদেশে কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেল– এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। চাইলে স্টোরেজ মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।এ ছাড়া বাজারে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের সংস্করণটিও পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। দেশের সব অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনারদের স্টোরে পাওয়া যাচ্ছে ফোনটি।
এক বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মি ফ্যানদের সবসময় অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি। বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এফএইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৯ বড় ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপের এক অনবদ্য ডিভাইস। ফ্যানদের জন্যই আমরা ফোনটির নতুন ভ্যারিয়েন্ট এনেছি।’

রেডমি ৯ ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এফএইচডিপ্লাস ডট ড্রপ ডিসপ্লে, আছে ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাথমিক ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। দীর্ঘ ব্যাকআপ দিতে রয়েছে শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। বক্সে রয়েছে ১০ ওয়ার্টের চার্জার।

শেয়ার করুন

x
English Version

১৪ হাজার টাকায় দেশের বাজারে রেডমি ৯

আপডেট: ০৩:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। স্মার্টফোনটিতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট।

রেডমি ৯ বাংলাদেশে কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেল– এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। চাইলে স্টোরেজ মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।এ ছাড়া বাজারে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের সংস্করণটিও পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। দেশের সব অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনারদের স্টোরে পাওয়া যাচ্ছে ফোনটি।
এক বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মি ফ্যানদের সবসময় অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি। বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এফএইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৯ বড় ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপের এক অনবদ্য ডিভাইস। ফ্যানদের জন্যই আমরা ফোনটির নতুন ভ্যারিয়েন্ট এনেছি।’

রেডমি ৯ ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এফএইচডিপ্লাস ডট ড্রপ ডিসপ্লে, আছে ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাথমিক ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। দীর্ঘ ব্যাকআপ দিতে রয়েছে শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। বক্সে রয়েছে ১০ ওয়ার্টের চার্জার।