০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সারাদেশ থেকেই চাঁদ দেখার খবর পাওয়া গেছে। সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। ২১ জুলাই কোরবানির ঈদ উদযাপিত হবে।

সভায় ধর্ম সচিব ড. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ড. মুশফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম ওলামারা অংশ নেন।

আগামী ১৯ জুলাই পবিত্র হজ পালিত হবে। ২০ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে। তার একদিন পর বাংলাদেশে ঈদ হবে। ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদের সকাল থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৩ জুলাই আসরের নামাজ পর্যন্ত পশু কোরবানি করা যাবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

আপডেট: ১১:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সারাদেশ থেকেই চাঁদ দেখার খবর পাওয়া গেছে। সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। ২১ জুলাই কোরবানির ঈদ উদযাপিত হবে।

সভায় ধর্ম সচিব ড. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ড. মুশফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম ওলামারা অংশ নেন।

আগামী ১৯ জুলাই পবিত্র হজ পালিত হবে। ২০ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে। তার একদিন পর বাংলাদেশে ঈদ হবে। ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদের সকাল থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৩ জুলাই আসরের নামাজ পর্যন্ত পশু কোরবানি করা যাবে।

ঢাকা/এসআর