০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

৪১ কোম্পানিকে এসএমই ও এটিবিতে স্থানান্তর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / ৪২৫৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের ৭০টি কোম্পানির মধ্যে ৪১টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এছাড়া ২৯টি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।

৪১ কোম্পানির মধ্যে ২৩টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। আর ১৮টিকে এটিবিতে পাঠানো হবে।

উৎপাদনে থাকা ৭ কোম্পানি হচ্ছে-এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, বাংলাদেশ হোটেলস লিমিটেড, বেঙ্গল বিস্কুট লিমিটেড, গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস, হিমাদ্রি লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েজ এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড।

অনুৎপাদনে থেকে এসএমইতে ১৬ কোম্পানি। এগুলো হচ্ছে- আল-আমিন ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ, আলফা টোব্যাকো, আমান সী ফুড, আশরাফ টেক্সটাইল, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, বাংলাদেশ লীফ টোব্যাকো, বেঙ্গল ফাইন কেমিক্যালস, বায়োনীক সী ফুড, ঢাকা ফিশারিজ, এক্সেলসিয়র সুজ, লেক্সকো লিমিটেড, মেঘনা শ্রিম্প কালচার, রাসপিট ডাটা, রাঙ্গামাটি ফুড, থেরাপিউটিক্স বাংলাদেশ এবং জাগো করপোরেশন লিমিটেড।

এটিবিতে যাবে ১৮ কোম্পানি। এগুলো হচ্ছে –বাংলা প্রসেস ইন্ডাষ্ট্রিজ, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাষ্ট্রিজ, মোনা ফুড, পারফিউম ক্যামিকেল, পেট্রো সিনথেটিকস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাশেম সিল্ক, কাশেম টেক্সটাইল, রাসপিট ইঙ্ক, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট, শ্রীপুর টেক্সটাইল এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ব্যাটারিচালিত রিকশা বাদ দিয়ে ‘ইলেকট্রিক মোটরযান’ নীতিমালা

গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করবেন যেভাবে

কাজের চাপ সামলে ভালো থাকবেন যেভাবে

নাটকে সাদাসিধে, ইনস্টাগ্রামে খোলামেলা স্বস্তিকা!

`বঙ্গবন্ধু হত্যায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম’

ট্যাগঃ

শেয়ার করুন

x

৪১ কোম্পানিকে এসএমই ও এটিবিতে স্থানান্তর

আপডেট: ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের ৭০টি কোম্পানির মধ্যে ৪১টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এছাড়া ২৯টি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।

৪১ কোম্পানির মধ্যে ২৩টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। আর ১৮টিকে এটিবিতে পাঠানো হবে।

উৎপাদনে থাকা ৭ কোম্পানি হচ্ছে-এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, বাংলাদেশ হোটেলস লিমিটেড, বেঙ্গল বিস্কুট লিমিটেড, গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস, হিমাদ্রি লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েজ এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড।

অনুৎপাদনে থেকে এসএমইতে ১৬ কোম্পানি। এগুলো হচ্ছে- আল-আমিন ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ, আলফা টোব্যাকো, আমান সী ফুড, আশরাফ টেক্সটাইল, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, বাংলাদেশ লীফ টোব্যাকো, বেঙ্গল ফাইন কেমিক্যালস, বায়োনীক সী ফুড, ঢাকা ফিশারিজ, এক্সেলসিয়র সুজ, লেক্সকো লিমিটেড, মেঘনা শ্রিম্প কালচার, রাসপিট ডাটা, রাঙ্গামাটি ফুড, থেরাপিউটিক্স বাংলাদেশ এবং জাগো করপোরেশন লিমিটেড।

এটিবিতে যাবে ১৮ কোম্পানি। এগুলো হচ্ছে –বাংলা প্রসেস ইন্ডাষ্ট্রিজ, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাষ্ট্রিজ, মোনা ফুড, পারফিউম ক্যামিকেল, পেট্রো সিনথেটিকস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাশেম সিল্ক, কাশেম টেক্সটাইল, রাসপিট ইঙ্ক, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট, শ্রীপুর টেক্সটাইল এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ব্যাটারিচালিত রিকশা বাদ দিয়ে ‘ইলেকট্রিক মোটরযান’ নীতিমালা

গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করবেন যেভাবে

কাজের চাপ সামলে ভালো থাকবেন যেভাবে

নাটকে সাদাসিধে, ইনস্টাগ্রামে খোলামেলা স্বস্তিকা!

`বঙ্গবন্ধু হত্যায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম’