০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

লিভারপুল-রিয়াল মাদ্রিদের ‘প্রতিশোধের’ ফাইনাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ৪১২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তার আগে চলে আসছে প্রতিশোধ নামক একটি শব্দ। এটি অবশ্য বেশ আগেই তুলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিল লিভারপুল। সেদিন ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠা সালাহর আনন্দের উপলক্ষটা যে সেদিন বিষাদময় করে তুলেছিল রিয়াল মাদ্রিদ।

দলটির অধিনায়ক সার্জিও রামোসের বাজে ট্যাকলের শিকার হয়ে মাত্র ৩০ মিনিটেই কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে, দলও হেরে যায় ৩-১ গোলে। এরপরের বছরই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতেছিলেন সালাহ, তবে রিয়ালের প্রতি তার ক্ষোভ এতটুকু কমেনি।

শিরোপা লড়াইয়ের আগে সালাহর যে হুঙ্কার তাতে অবশ্য খুব কর্নপাত করেনি রিয়াল মাদ্রিদ। তবে  ফাইনালের দিন কয়েক আগে দলটির কোচ কার্লো অ্যানচেলোত্তি প্রতিশোধের পাল্টা হুমকি দিয়ে বসেছেন সালাহকে। তার মতে, প্রতিশোধ তো আগে রিয়ালের নেওয়া উচিৎ। কারণ? ১৯৮১ সালে যে সর্বশেষ লিভারপুলের বিপক্ষেই ইউরোপীয় ফাইনালে হেরেছিল রিয়াল মাদ্রিদ। প্যারিসের বুকেই সেদিন রিয়ালের হৃদয় ভেঙেছিল লিভারপুল, ইউরোপিয়ান কাপ ফাইনালে ১-০ গোলে মাদ্রিদকে পরাভূত করেছিল তারা।

লিভারপুলের বিপক্ষে ফাইনালে সেই হারের পর সাতটি ইউরোপীয় ফাইনালে খেলেছে স্প্যানিশ ক্লাবটি। প্রতিটিতেই জয়ের মুখ দেখেছে তারা। রেকর্ড ১৩ বার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লিভারপুলও সর্বোচ্চ ছয়বার ইউরোপসেরা হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের দিক দিয়ে শুধু ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ১৩ ও এসি মিলান ৭ শিরোপা নিয়ে তাদের সামনে অবস্থান করছে। লিভারপুলের সমান ছয় শিরোপা নিয়ে তাদের পাশাপাশি রয়েছে বায়ার্ন মিউনিখ।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লিভারপুল ও রিয়ালকে। তাই আজরে ফাইনাল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। সবার লক্ষ্য একটাই- শিরোপা। 

এই ম্যাচে ইতিহাস হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি আর স্ট্রাইকার করিম বেনজেমাকে। ফাইনালে যদি লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারেন এই ফরাসি স্ট্রাইকার, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড নিজের করে নিতে পারবেন তিনি।

অন্যদিকে এই ম্যাচ জিতলে এরই মধ্যে কারাবাও কাপ ও এফএ কাপ জেতা লিভারপুলের সামনে সুযোগ থাকছে ১৯৯৯ সালের পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের।

রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

লিভারপুল-রিয়াল মাদ্রিদের ‘প্রতিশোধের’ ফাইনাল

আপডেট: ০৬:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তার আগে চলে আসছে প্রতিশোধ নামক একটি শব্দ। এটি অবশ্য বেশ আগেই তুলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিল লিভারপুল। সেদিন ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠা সালাহর আনন্দের উপলক্ষটা যে সেদিন বিষাদময় করে তুলেছিল রিয়াল মাদ্রিদ।

দলটির অধিনায়ক সার্জিও রামোসের বাজে ট্যাকলের শিকার হয়ে মাত্র ৩০ মিনিটেই কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে, দলও হেরে যায় ৩-১ গোলে। এরপরের বছরই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতেছিলেন সালাহ, তবে রিয়ালের প্রতি তার ক্ষোভ এতটুকু কমেনি।

শিরোপা লড়াইয়ের আগে সালাহর যে হুঙ্কার তাতে অবশ্য খুব কর্নপাত করেনি রিয়াল মাদ্রিদ। তবে  ফাইনালের দিন কয়েক আগে দলটির কোচ কার্লো অ্যানচেলোত্তি প্রতিশোধের পাল্টা হুমকি দিয়ে বসেছেন সালাহকে। তার মতে, প্রতিশোধ তো আগে রিয়ালের নেওয়া উচিৎ। কারণ? ১৯৮১ সালে যে সর্বশেষ লিভারপুলের বিপক্ষেই ইউরোপীয় ফাইনালে হেরেছিল রিয়াল মাদ্রিদ। প্যারিসের বুকেই সেদিন রিয়ালের হৃদয় ভেঙেছিল লিভারপুল, ইউরোপিয়ান কাপ ফাইনালে ১-০ গোলে মাদ্রিদকে পরাভূত করেছিল তারা।

লিভারপুলের বিপক্ষে ফাইনালে সেই হারের পর সাতটি ইউরোপীয় ফাইনালে খেলেছে স্প্যানিশ ক্লাবটি। প্রতিটিতেই জয়ের মুখ দেখেছে তারা। রেকর্ড ১৩ বার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লিভারপুলও সর্বোচ্চ ছয়বার ইউরোপসেরা হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের দিক দিয়ে শুধু ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ১৩ ও এসি মিলান ৭ শিরোপা নিয়ে তাদের সামনে অবস্থান করছে। লিভারপুলের সমান ছয় শিরোপা নিয়ে তাদের পাশাপাশি রয়েছে বায়ার্ন মিউনিখ।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লিভারপুল ও রিয়ালকে। তাই আজরে ফাইনাল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। সবার লক্ষ্য একটাই- শিরোপা। 

এই ম্যাচে ইতিহাস হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি আর স্ট্রাইকার করিম বেনজেমাকে। ফাইনালে যদি লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারেন এই ফরাসি স্ট্রাইকার, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড নিজের করে নিতে পারবেন তিনি।

অন্যদিকে এই ম্যাচ জিতলে এরই মধ্যে কারাবাও কাপ ও এফএ কাপ জেতা লিভারপুলের সামনে সুযোগ থাকছে ১৯৯৯ সালের পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের।

রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।

ঢাকা/এসএম