০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

আমি অস্ত্রের রাজনীতি করি না: কাদের মির্জা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ৪১২৬ বার দেখা হয়েছে

আজ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ দাবি করেন। রোববার (৭ মার্চ) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার পৌরহলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালি জাতির মুক্তির ডাক। সরকার এ দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমি ৪৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কখনো অস্ত্রের রাজনীতি করি নাই। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান।

এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বিকেল চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

অন্যদিকে এর মাত্র কয়েক শ মিটার দূরে হাসপাতাল সড়কে বীর উত্তম নুরুল হক মিলনায়তনের (ডাক বাংলো) মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই সময়ে বিবদমান উভয় গ্রুপের কাছাকাছি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজনের কারণে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও নানা উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর গণমাধ্যমকে জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেনেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

আরও পড়ু্ন:

শেয়ার করুন

x
English Version

আমি অস্ত্রের রাজনীতি করি না: কাদের মির্জা

আপডেট: ০২:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

আজ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ দাবি করেন। রোববার (৭ মার্চ) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার পৌরহলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালি জাতির মুক্তির ডাক। সরকার এ দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমি ৪৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কখনো অস্ত্রের রাজনীতি করি নাই। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান।

এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বিকেল চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

অন্যদিকে এর মাত্র কয়েক শ মিটার দূরে হাসপাতাল সড়কে বীর উত্তম নুরুল হক মিলনায়তনের (ডাক বাংলো) মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই সময়ে বিবদমান উভয় গ্রুপের কাছাকাছি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজনের কারণে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও নানা উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর গণমাধ্যমকে জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেনেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

আরও পড়ু্ন: