০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এবার সেবিকার ভূমিকায় জাহৃবী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ৪১৫১ বার দেখা হয়েছে

এরই মধ্যে অভিনয় দক্ষতায় সবার নজর কেড়েছেন তিনি। তার ওপর শ্রীদেবীকন্যা। ফলে অনেকেরই নজর এই তারকা সন্তানের ওপর।

বলছি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের কথা। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ধারক’। এরপর চলতি বছরে লকডাউনের মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা :দ্য কার্গিল গার্ল’।

এবার তাকে দেখা যাবে থ্রিলার গল্পের এক ছবিতে। নাম ‘হেলেন’। এতে তাকে দেখা যাবে একজন সেবিকার ভূমিকায়। যিনি কানাডায় তার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। একদিন কাজ শেষে ফেরার সময় তিনি নিখোঁজ হন। গল্প অন্যদিকে বাঁক নিতে শুরু করে।

নতুন এই ছবিতে জাহ্নবীর বাবার ভূমিকায় অভিনয় করবেন মনোজ পাওয়া। জাহ্নবীর নতুন এই ছবিটি একই নামে একটি মালায়ালাম ছবির রিমেক।

ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। আর পরিচালনা করবেন মাথুকুটি জেভিয়ার। জানা গেছে, শিগগির ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। লক্ষ্ণৌ ও উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় দুই মাস শুটিং হবে। জাহ্নবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত দুটি ছবি হলো ‘দোস্তানা ২’ ও ‘রুহি আফজানা’।

শেয়ার করুন

x
English Version

এবার সেবিকার ভূমিকায় জাহৃবী

আপডেট: ১২:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

এরই মধ্যে অভিনয় দক্ষতায় সবার নজর কেড়েছেন তিনি। তার ওপর শ্রীদেবীকন্যা। ফলে অনেকেরই নজর এই তারকা সন্তানের ওপর।

বলছি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের কথা। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ধারক’। এরপর চলতি বছরে লকডাউনের মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা :দ্য কার্গিল গার্ল’।

এবার তাকে দেখা যাবে থ্রিলার গল্পের এক ছবিতে। নাম ‘হেলেন’। এতে তাকে দেখা যাবে একজন সেবিকার ভূমিকায়। যিনি কানাডায় তার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। একদিন কাজ শেষে ফেরার সময় তিনি নিখোঁজ হন। গল্প অন্যদিকে বাঁক নিতে শুরু করে।

নতুন এই ছবিতে জাহ্নবীর বাবার ভূমিকায় অভিনয় করবেন মনোজ পাওয়া। জাহ্নবীর নতুন এই ছবিটি একই নামে একটি মালায়ালাম ছবির রিমেক।

ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। আর পরিচালনা করবেন মাথুকুটি জেভিয়ার। জানা গেছে, শিগগির ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। লক্ষ্ণৌ ও উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় দুই মাস শুটিং হবে। জাহ্নবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত দুটি ছবি হলো ‘দোস্তানা ২’ ও ‘রুহি আফজানা’।