১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

এমডি পাওয়া যাচ্ছে না পুঁজিবাজারের চার আর্থিক প্রতিষ্ঠানের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ৪১৮২ বার দেখা হয়েছে

সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে রীতিমত আস্থার সংকটে পড়েছে আর্থিক খাত প্রতিষ্ঠানগুলোতে। এ জন্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সৎ ও দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজে পাচ্ছে না। গত কয়েক মাস ধরে পুঁজিবাজারের চার আর্থিক প্রতিষ্ঠানে এমডি পদ খালি রয়েছে।

নানা অনিয়ম ও মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমডি ছাড়াই চলছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), ফার্স্ট ফাইন্যান্স ও আইডিএলসি। আর্থিক খাতে আস্থার সংকট দেখা দেয়ায় যাদেরকেই প্রতিষ্ঠানগুলোর প্রধান হিসাবে আসার প্রস্তাব দেওয়া হচ্ছে, তারাই প্রস্তাব নাখোচ করে দিচ্ছেন।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এমন অবস্থায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে অনেক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। অনিয়ম, অব্যবস্থাপনা এবং পর্ষদের অযাচিত হস্তক্ষেপসহ নানা কারণে বিভিন্ন বিজ্ঞাপন ও অফার দেওয়ার পরও অনেক প্রতিষ্ঠান এমডি পাচ্ছে না। আবার অনেকে যোগ্য লোকও খুঁজে পাচ্ছেন না। ফলে ফাঁকা পড়ে থাকছে পদগুলো। আর্থিক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে ২০১৬ সালের ১ মার্চ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফ খান। তিনি গত ১ লা মার্চ প্র্রতিষ্ঠানটি থেকে চলে যান।

চাকরি ছাড়া বিষয়ে আরিফ খান বলেন, অনেক দিনই তো চাকরি করলাম। এখন উদ্যোক্তা হতে চাই। ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতে চাই। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ভালোগুলোর অন্যতম আইডিএলসি থেকে পদত্যাগ বিষয়ে ব্যাংক পাড়ায় বেশ কথা হচ্ছে। আর্থিক খাতে বহুল আলোচিত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক খান গত ২০ জানুয়ারী পদত্যাগ করেছেন। আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের কারণে প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। আবার টাকা আদায় করতে গিয়ে হুমকির মুখেও পড়েছিলেন আবদুল খালেক খান। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন।

এখন এমডি ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। তবে আদালতের নির্দেশে আইএলএফএসএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব নজরুল ইসলাম খান। পত্রপত্রিকায় প্রতিষ্ঠানটি নিয়ে এমনকি চেয়ারম্যানকে নিয়ে যে নেতিবাচক খবর প্রকাশ হয়েছে তা দেখে কেউ এমডি হতে রাজি হচ্ছেন না।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ বিষয়ে বলেন, বোর্ডের কাজ পলিসি তৈরি করা। আর বাস্তবায়নের দায়িত্ব ম্যানেজমেন্টের। ফলে এমডি না থাকায় কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে। এমডি নিয়োগে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আদালতের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দায়িত্ব নেওয়া চেয়ারম্যান জানান, এমডি নিয়োগের প্রক্রিয়া চলছে। আমরা বিজ্ঞাপন দিয়েছি। অনেককে এমডি হওয়ার জন্য ডেকেছি কিন্তু কেউ আসতে চাচ্ছেন না।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) এমডি পদে নিয়োগ দেয়া যায়নি দীর্ঘদিন ধরে। বর্তমানে প্রতিষ্ঠানটির এমডির চলতি দায়িত্বে আছেন এ কে এম আশফাকুর রহমান চৌধুরী। ফার্স্ট ফাইন্যান্সের এমডি ও সিইও’র চলতি দায়িত্ব পালন করছেন মো. তুহিন রেজা। পদ শূন্য হওয়ার পর মেরিডিয়ান ফিন্যান্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী নিজাম আহমেদ বর্তমানে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও’র চলতি দায়িত্ব পালন করছেন।

এদিকে, এমডি ছাড়া চলছে ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো-ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর এমডি পদ পূরণের জন্য সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ জোর প্রয়াস চালাচ্ছে। তবে যোগ্য ব্যক্তিদের সন্ধান মিলছে না বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠনাগুলো সূত্র জানায়।

বিজনেসজার্নাল/ঢাক/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

এমডি পাওয়া যাচ্ছে না পুঁজিবাজারের চার আর্থিক প্রতিষ্ঠানের

আপডেট: ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে রীতিমত আস্থার সংকটে পড়েছে আর্থিক খাত প্রতিষ্ঠানগুলোতে। এ জন্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সৎ ও দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজে পাচ্ছে না। গত কয়েক মাস ধরে পুঁজিবাজারের চার আর্থিক প্রতিষ্ঠানে এমডি পদ খালি রয়েছে।

নানা অনিয়ম ও মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমডি ছাড়াই চলছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), ফার্স্ট ফাইন্যান্স ও আইডিএলসি। আর্থিক খাতে আস্থার সংকট দেখা দেয়ায় যাদেরকেই প্রতিষ্ঠানগুলোর প্রধান হিসাবে আসার প্রস্তাব দেওয়া হচ্ছে, তারাই প্রস্তাব নাখোচ করে দিচ্ছেন।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এমন অবস্থায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে অনেক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। অনিয়ম, অব্যবস্থাপনা এবং পর্ষদের অযাচিত হস্তক্ষেপসহ নানা কারণে বিভিন্ন বিজ্ঞাপন ও অফার দেওয়ার পরও অনেক প্রতিষ্ঠান এমডি পাচ্ছে না। আবার অনেকে যোগ্য লোকও খুঁজে পাচ্ছেন না। ফলে ফাঁকা পড়ে থাকছে পদগুলো। আর্থিক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে ২০১৬ সালের ১ মার্চ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফ খান। তিনি গত ১ লা মার্চ প্র্রতিষ্ঠানটি থেকে চলে যান।

চাকরি ছাড়া বিষয়ে আরিফ খান বলেন, অনেক দিনই তো চাকরি করলাম। এখন উদ্যোক্তা হতে চাই। ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতে চাই। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ভালোগুলোর অন্যতম আইডিএলসি থেকে পদত্যাগ বিষয়ে ব্যাংক পাড়ায় বেশ কথা হচ্ছে। আর্থিক খাতে বহুল আলোচিত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক খান গত ২০ জানুয়ারী পদত্যাগ করেছেন। আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের কারণে প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। আবার টাকা আদায় করতে গিয়ে হুমকির মুখেও পড়েছিলেন আবদুল খালেক খান। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন।

এখন এমডি ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। তবে আদালতের নির্দেশে আইএলএফএসএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব নজরুল ইসলাম খান। পত্রপত্রিকায় প্রতিষ্ঠানটি নিয়ে এমনকি চেয়ারম্যানকে নিয়ে যে নেতিবাচক খবর প্রকাশ হয়েছে তা দেখে কেউ এমডি হতে রাজি হচ্ছেন না।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ বিষয়ে বলেন, বোর্ডের কাজ পলিসি তৈরি করা। আর বাস্তবায়নের দায়িত্ব ম্যানেজমেন্টের। ফলে এমডি না থাকায় কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে। এমডি নিয়োগে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আদালতের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দায়িত্ব নেওয়া চেয়ারম্যান জানান, এমডি নিয়োগের প্রক্রিয়া চলছে। আমরা বিজ্ঞাপন দিয়েছি। অনেককে এমডি হওয়ার জন্য ডেকেছি কিন্তু কেউ আসতে চাচ্ছেন না।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) এমডি পদে নিয়োগ দেয়া যায়নি দীর্ঘদিন ধরে। বর্তমানে প্রতিষ্ঠানটির এমডির চলতি দায়িত্বে আছেন এ কে এম আশফাকুর রহমান চৌধুরী। ফার্স্ট ফাইন্যান্সের এমডি ও সিইও’র চলতি দায়িত্ব পালন করছেন মো. তুহিন রেজা। পদ শূন্য হওয়ার পর মেরিডিয়ান ফিন্যান্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী নিজাম আহমেদ বর্তমানে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও’র চলতি দায়িত্ব পালন করছেন।

এদিকে, এমডি ছাড়া চলছে ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো-ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর এমডি পদ পূরণের জন্য সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ জোর প্রয়াস চালাচ্ছে। তবে যোগ্য ব্যক্তিদের সন্ধান মিলছে না বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠনাগুলো সূত্র জানায়।

বিজনেসজার্নাল/ঢাক/এনইউ

আরও পড়ুন: