০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দাগনভুঞায় কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে দাগনভূঞা বাজারের বসুরহাট রোডস্থ আসলাম হাজী জামে মসজিদের সামনে তার গাড়িবহরে হামলা হয় বলে অভিযোগ কাদের মির্জার। এতে বসুরহাটের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হয় বলে দাবি তাদের।

কাদের মির্জার গাড়িবহরে থাকা লোকজন সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা শপথ নেওয়ার জন্য ভোরে বসুরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে দাগনভূঞা বাজারের বসুরহাট রোডস্থ আসলাম হাজী জামে মসজিদের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া আহত হন।

বসুরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান ইমাম রাসেল তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের নেতৃত্বে কাদের মির্জার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। তিনি জানান, গত তিনদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া কাদের মির্জার গাড়িবহরে আদৌ হামলার ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, ঘটনাটি যাচাই করা দরকার।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কাদের মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ফেসবুক লাইভে এসে তিনি হামলার জন্য নোয়াখালীর এমপি একরাম চৌধুরী ও ফেনীর এমপি নিজাম হাজারীকে দায়ী করেন। লাইভে কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর এমপি একরাম চৌধুরী ও ফেনীর এমপি নিজাম হাজারীর সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, হামলার কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

x
English Version

দাগনভুঞায় কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ

আপডেট: ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে দাগনভূঞা বাজারের বসুরহাট রোডস্থ আসলাম হাজী জামে মসজিদের সামনে তার গাড়িবহরে হামলা হয় বলে অভিযোগ কাদের মির্জার। এতে বসুরহাটের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হয় বলে দাবি তাদের।

কাদের মির্জার গাড়িবহরে থাকা লোকজন সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা শপথ নেওয়ার জন্য ভোরে বসুরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে দাগনভূঞা বাজারের বসুরহাট রোডস্থ আসলাম হাজী জামে মসজিদের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া আহত হন।

বসুরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান ইমাম রাসেল তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের নেতৃত্বে কাদের মির্জার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। তিনি জানান, গত তিনদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া কাদের মির্জার গাড়িবহরে আদৌ হামলার ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, ঘটনাটি যাচাই করা দরকার।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কাদের মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ফেসবুক লাইভে এসে তিনি হামলার জন্য নোয়াখালীর এমপি একরাম চৌধুরী ও ফেনীর এমপি নিজাম হাজারীকে দায়ী করেন। লাইভে কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর এমপি একরাম চৌধুরী ও ফেনীর এমপি নিজাম হাজারীর সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, হামলার কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।