০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পদ্মা সেতু নিয়ে অপপ্রচারের অভিযোগে কারাগারে যুবক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচারের অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলাল পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। সোমবার (২৩ মে) বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। তারা দেখতে পান সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলাল উদ্দিন টিকটক ভিডিও বানাচ্ছেন। তখন তাকে আটক করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন। তাতে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণার টিকটক ভিডিও পাওয়া যায়।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচারমূলক ভিডিও বানাচ্ছিলেন। সেই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এসব অভিযোগ স্বীকার করেছেন হেলাল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি।

জাজিরা থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

পদ্মা সেতু নিয়ে অপপ্রচারের অভিযোগে কারাগারে যুবক

আপডেট: ০৬:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচারের অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলাল পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। সোমবার (২৩ মে) বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। তারা দেখতে পান সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলাল উদ্দিন টিকটক ভিডিও বানাচ্ছেন। তখন তাকে আটক করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন। তাতে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণার টিকটক ভিডিও পাওয়া যায়।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচারমূলক ভিডিও বানাচ্ছিলেন। সেই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এসব অভিযোগ স্বীকার করেছেন হেলাল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি।

জাজিরা থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা/এসএ