০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পানি কম খেলে কি কোলেস্টেরল বাড়ে?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৪১৭১ বার দেখা হয়েছে

মানবদেহে দুই ধরনের কোলেস্টেরল থাকে। ভালো কোলেস্টেরল রক্তনালির পুষ্টি জোগায়, রক্তনালির দেয়ালে চর্বি জমতে বাধা দেয়। আর খারাপ কোলেস্টেরলগুলো মাত্রায় বেড়ে গেলে রক্তনালির দেয়ালে জমে যায়। এ থেকে হৃদরোগজনিত রোগের আশঙ্কা থাকে। এ কারণে খারাপ কোলেস্টেরলের পরিমাণ সবসময় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

নানা কারণে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে। এর মধ্যে খাদ্যাভ্যাসও দায়ী। কিন্তু পানি কম খেলেও কি রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়? এ বিষয়ে নানা তথ্য জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে।

ওই প্রতিবেদন বলছে,পানি কম খেলে শরীরে পানির ভাগ কমে যায়। এই গরমে ডিহাইড্রেশন বা শরীরে পানির ভাগ কমে যাওয়ার আশঙ্কা আরও বেশি। ডিহাইড্রেশনের কারণে পেশিতে, নানা অস্থিসন্ধিতে ব্যথা বেড়ে যায়।

আরও পড়ুন: মোবাইল ছাড়া কিছুই খেতে চায় না? শিশুর অভ্যাস বদলাবেন কী করে?

বিজ্ঞানীরা বলছেন, পানি কম খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। সকালের নাশতার সময় পানি কম খেলে লিপিড বাড়তে থাকে। এক গবেষণায় দেখা গেছে, এই সময় এইচডিএল ও এলডিএল দুইরকম কোলেস্টেরলের পরিমাণই বেড়ে যায়। এছাড়াও অ্যাপোলিপোপ্রোটিন এ-১, অ্যাপোলিপোপ্রোটিন বি-এর পরিমাণও বেড়ে যায়। তবে এতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণে তেমন পার্থক্য হয় না বলে বলে জানিয়েছেন ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রশেখর।

ওই চিকিৎসকের মতে, একাধিক গবেষণায় দেখা গেছে, দিনে বেশি করে পানি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের হার অনেকটাই কমে যায়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

পানি কম খেলে কি কোলেস্টেরল বাড়ে?

আপডেট: ০১:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

মানবদেহে দুই ধরনের কোলেস্টেরল থাকে। ভালো কোলেস্টেরল রক্তনালির পুষ্টি জোগায়, রক্তনালির দেয়ালে চর্বি জমতে বাধা দেয়। আর খারাপ কোলেস্টেরলগুলো মাত্রায় বেড়ে গেলে রক্তনালির দেয়ালে জমে যায়। এ থেকে হৃদরোগজনিত রোগের আশঙ্কা থাকে। এ কারণে খারাপ কোলেস্টেরলের পরিমাণ সবসময় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

নানা কারণে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে। এর মধ্যে খাদ্যাভ্যাসও দায়ী। কিন্তু পানি কম খেলেও কি রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়? এ বিষয়ে নানা তথ্য জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে।

ওই প্রতিবেদন বলছে,পানি কম খেলে শরীরে পানির ভাগ কমে যায়। এই গরমে ডিহাইড্রেশন বা শরীরে পানির ভাগ কমে যাওয়ার আশঙ্কা আরও বেশি। ডিহাইড্রেশনের কারণে পেশিতে, নানা অস্থিসন্ধিতে ব্যথা বেড়ে যায়।

আরও পড়ুন: মোবাইল ছাড়া কিছুই খেতে চায় না? শিশুর অভ্যাস বদলাবেন কী করে?

বিজ্ঞানীরা বলছেন, পানি কম খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। সকালের নাশতার সময় পানি কম খেলে লিপিড বাড়তে থাকে। এক গবেষণায় দেখা গেছে, এই সময় এইচডিএল ও এলডিএল দুইরকম কোলেস্টেরলের পরিমাণই বেড়ে যায়। এছাড়াও অ্যাপোলিপোপ্রোটিন এ-১, অ্যাপোলিপোপ্রোটিন বি-এর পরিমাণও বেড়ে যায়। তবে এতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণে তেমন পার্থক্য হয় না বলে বলে জানিয়েছেন ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রশেখর।

ওই চিকিৎসকের মতে, একাধিক গবেষণায় দেখা গেছে, দিনে বেশি করে পানি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের হার অনেকটাই কমে যায়।

ঢাকা/এসএম