০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বঙ্গবাজারের আগুনে আহতরা আসছেন সরকারি কর্মচারী হাসপাতালে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৪১৯৯ বার দেখা হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীসহ অন্তত ১৭ জন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সানী সরকার বলেন, আগুনের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন। হাসপাতালে আসা আহতদের মধ্যে আমরা ১৭ জনের নাম অ্যান্ট্রি করতে পেরেছি। শুরুর দিকে রোগীর চাপ বেশি থাকায় বাকিদের নাম অ্যান্ট্রি করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশির ভাগই ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।

আরও পড়ুন: বঙ্গবাজারের আগুনে অসুস্থ ফায়ার সার্ভিসের তিন কর্মী

তিনি বলেন, একজনের মারাত্মক ইনজুরি ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকি যারা আছে মোটামুটি স্টেবল। তাদের একজনের সাতটি সেলাই লেগেছে।

মেডিকেল অফিসার ডা. সাহিদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অধিকাংশই মোটামুটি ভালো আছেন। কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ নেই। তাদের সেবায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বঙ্গবাজারের আগুনে আহতরা আসছেন সরকারি কর্মচারী হাসপাতালে

আপডেট: ১২:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীসহ অন্তত ১৭ জন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সানী সরকার বলেন, আগুনের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন। হাসপাতালে আসা আহতদের মধ্যে আমরা ১৭ জনের নাম অ্যান্ট্রি করতে পেরেছি। শুরুর দিকে রোগীর চাপ বেশি থাকায় বাকিদের নাম অ্যান্ট্রি করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশির ভাগই ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।

আরও পড়ুন: বঙ্গবাজারের আগুনে অসুস্থ ফায়ার সার্ভিসের তিন কর্মী

তিনি বলেন, একজনের মারাত্মক ইনজুরি ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকি যারা আছে মোটামুটি স্টেবল। তাদের একজনের সাতটি সেলাই লেগেছে।

মেডিকেল অফিসার ডা. সাহিদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অধিকাংশই মোটামুটি ভালো আছেন। কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ নেই। তাদের সেবায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন।

ঢাকা/এসএ