১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিকল্প বিনিয়োগের লক্ষ্যে ইউসিবির নতুন সাবসিডিয়ারি গঠন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ৪১৩৩ বার দেখা হয়েছে

আজ সোমবার (২ মে) অনুষ্ঠিত ইউসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন এই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে।

ইউসিবি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ভেঞ্চার ক্যাপিটাল, ইমপেক্ট ফান্ড, প্রাইভেট ইক্যুইটিসহ বিকল্প বিনিয়োগ তহবিল পরিচালনা সহজ ও নিশ্চিত করতে নতুন এই সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

নতুন সাবসিডিয়ারি কোম্পানি খোলার কারণ জানতে চাইলে ইউসিবির কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস অর্থসূচককে বলেন, ইউসিবি শুধু একটি ব্যাংক নয়, এটি একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকিং ছাড়াও পুঁজিবাজারে আমাদের রয়েছে জোরালো উপস্থিতি। তিনটি সাবসিডিয়ারি কোম্পানি এই সেক্টরে কাজ করছে। একই দায়িত্ববোধ থেকে নতুন সাবসিডিয়ারি কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নতুন ও সৃজনশীল উদ্যোক্তাদের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বাংলাদেশে একটি গ্রিনফিল্ড এরিয়া। এখানে অনেক কাজ করার সুযোগ আছে, প্রয়োজনও আছে। কারণ অনেক নতুন নতুন উদ্যোক্তা, বিশেষ করে আইটি খাতে অনেক মেধাবী উদ্যোক্তা নতুন স্টার্ট-আপ নিয়ে এগিয়ে আসছেন। কিন্তু পর্যাপ্ত অর্থায়ন সুবিধার অভাবে তারা এশিদূর যেতে পারছেন না। অনেক সম্ভাবনাময় উদ্যোগ মাঝপথেই হারিয়ে যাচ্ছে। প্রচলিত ব্যাংকিং পদ্ধতির আওতায় এসব উদ্যোক্তাদের অর্থায়ন করা বেশ কঠিন। তাই এই নবীণ উদ্যোক্তাদের সহযোগিতা করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান আরও বাড়ানোর লক্ষ্যে ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামের সাবসিডিয়ারি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বিকল্প বিনিয়োগের লক্ষ্যে ইউসিবির নতুন সাবসিডিয়ারি গঠন

আপডেট: ০৪:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

আজ সোমবার (২ মে) অনুষ্ঠিত ইউসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন এই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে।

ইউসিবি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ভেঞ্চার ক্যাপিটাল, ইমপেক্ট ফান্ড, প্রাইভেট ইক্যুইটিসহ বিকল্প বিনিয়োগ তহবিল পরিচালনা সহজ ও নিশ্চিত করতে নতুন এই সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

নতুন সাবসিডিয়ারি কোম্পানি খোলার কারণ জানতে চাইলে ইউসিবির কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস অর্থসূচককে বলেন, ইউসিবি শুধু একটি ব্যাংক নয়, এটি একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকিং ছাড়াও পুঁজিবাজারে আমাদের রয়েছে জোরালো উপস্থিতি। তিনটি সাবসিডিয়ারি কোম্পানি এই সেক্টরে কাজ করছে। একই দায়িত্ববোধ থেকে নতুন সাবসিডিয়ারি কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নতুন ও সৃজনশীল উদ্যোক্তাদের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বাংলাদেশে একটি গ্রিনফিল্ড এরিয়া। এখানে অনেক কাজ করার সুযোগ আছে, প্রয়োজনও আছে। কারণ অনেক নতুন নতুন উদ্যোক্তা, বিশেষ করে আইটি খাতে অনেক মেধাবী উদ্যোক্তা নতুন স্টার্ট-আপ নিয়ে এগিয়ে আসছেন। কিন্তু পর্যাপ্ত অর্থায়ন সুবিধার অভাবে তারা এশিদূর যেতে পারছেন না। অনেক সম্ভাবনাময় উদ্যোগ মাঝপথেই হারিয়ে যাচ্ছে। প্রচলিত ব্যাংকিং পদ্ধতির আওতায় এসব উদ্যোক্তাদের অর্থায়ন করা বেশ কঠিন। তাই এই নবীণ উদ্যোক্তাদের সহযোগিতা করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান আরও বাড়ানোর লক্ষ্যে ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামের সাবসিডিয়ারি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: